শেষ আপডেট: 20th October 2024 09:49
দ্য ওয়াল ব্যুরো: ফের প্রশ্নের মুখে হাসপাতালের সুরক্ষা। এবার হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে শ্লীলতাহানির শিকার অষ্টম শ্রেণির এক ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে সুন্দরবন পুলিশ জেলার পাথর প্রতিমায়।
অভিযোগের ভিত্তিতে ঢোলাহাট থানার পুলিশ অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে। ধৃতর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত শুক্রবার সাপে কাটে অষ্টম শ্রেণির ছাত্রীকে। পরিজনেরা তাঁকে পাথরপ্রতিমার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, ছাত্রীকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত চালক শ্লীলতাহানি করে।
ঘটনাকে কেন্দ্র করে শনিবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে চত্বরে। সঙ্গে সঙ্গে ছাত্রীর পরিজনেরা অ্যাম্বুলেন্স চালককে ধরে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।