শেষ আপডেট: 8th May 2018 02:10
বাংলাদেশে মানববন্ধনের ডাক
দ্য ওয়াল ব্যুরো: চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে ফের আন্দোলনের ডাক বাংলাদেশে। কোটা বাতিল নিয়ে বিজ্ঞপ্তি জারি করার দাবিতে বুধবার দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে মানব বন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে ওই সংগঠন সাংবাদিক বৈঠক করে। সেখানে বলা হয়, কোটা বাতিলের বিজ্ঞপ্তি নিয়ে কোনও টালবাহানা বরদাস্ত করা হবে না। চাকরিতে কোটা বাতিলের দাবিতে ১৭ ফেব্রুয়ারী থেকে ছাত্ররা আন্দোলন শুরু করেছে। ৮ এপ্রিল তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের ঘোষণা করেন। তা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানব বন্ধনের ডাক দেওয়া হয়েছে বুধবার।