Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নরবিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট
Madhyamik Student got Beaten up

ট্রেনের কামরায় মাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মার, ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করেছিল

মঙ্গলবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বেতবেড়িয়া যাওয়ার জন্য তালদি থেকে দীপ ও তার মা মণিকা  ১ টা ১০ মিনিটের আপ শিয়ালদহ-ক্যানিং লোকালে ওঠেন। অভিযোগ, ট্রেন ছাড়তেই ওই ছাত্রের উপর অতর্কিতে চড়াও হয় বিএম বিদ্যাপীঠের কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী ও বেশকিছু বহিরাগত যুবক।

ট্রেনের কামরায় মাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মার, ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করেছিল

শেষ আপডেট: 6 February 2024 12:32

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: চলন্ত ট্রেনের কামরায় এক মাধ্যমিক পরীক্ষার্থী ও তার মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল মাধ্যমিক পরীক্ষার্থী ও বহিরাগতদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেতবেড়িয়ার সংগ্রামীনগর বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থী দীপ বৈরাগী ও তার মা মণিকা বৈরাগী। আশঙ্কাজনক অবস্থায় দীপকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্প বিস্তর আহত হয়েছে আরও জনাচারেক মাধ্যমিক পরীক্ষার্থী। তদন্ত শুরু করেছে রেল পুলিশ। 

স্থানীয়সূত্রে জানা গিয়েছে সংগ্রামী নগর বিদ্যাপীঠ ও ঘুঁটিয়ারি শরিফ বিএম বিদ্যাপীঠ এর পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার  সিট পড়েছিল তালদি মোহনচাঁদ হাইস্কুল ও সুরবালা হাইস্কুলে। গত ৩ ফেব্রুয়ারি ট্রেনে চেপে পরীক্ষা দিতে যাওয়ার সময় সংগ্রামীনগর বিদ্যাপীঠের ছাত্রীদের উত্যক্ত করছিল বিএম বিদ্যাপীঠের কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী। তখন দীপ বৈরাগী প্রতিবাদ করে। এই নিয়ে তার সঙ্গে বচসা হয় ঘুঁটিয়ারি শরিফ বিএম বিদ্যাপীঠের কয়েকজন ছাত্রের। স্কুলের শিক্ষকদের মধ্যস্থতায় তখনকার মতো সমস্যা মিটে যায়। 

মঙ্গলবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বেতবেড়িয়া যাওয়ার জন্য তালদি থেকে দীপ ও তার মা মণিকা  ১ টা ১০ মিনিটের আপ শিয়ালদহ-ক্যানিং লোকালে ওঠেন। অভিযোগ, ট্রেন ছাড়তেই ওই ছাত্রের উপর অতর্কিতে চড়াও হয় বিএম বিদ্যাপীঠের কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী ও বেশকিছু বহিরাগত যুবক। তারা দীপ, তার মা ও অন্য কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মারধর করে। ট্রেনের কামরাতেই লুটিয়ে পড়ে দীপ। তাদের আর্তনাদে ট্রেনের যাত্রী ও স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। দীপের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। রেলপুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে।


ভিডিও স্টোরি