শেষ আপডেট: 14th November 2021 11:44
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আগামী মঙ্গলবার (Tuesday)। রাজ্য সরকারের (State Government) নির্দেশে ওইদিন খুলতে চলেছে স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়। দিনটি স্মরণীয় করে রাখতে ওইদিন স্কুলের গেটে প্রত্যেক পড়ুয়ার হাতে একটি কলম অথবা ফুল তুলে দিয়ে সরকারের তরফে স্বাগত জানানো হবে। সরকারের তরফে বলা হয়েছে, যেহেতু দীর্ঘদিন পর পড়ুয়ারা শিক্ষাঙ্গনে ফিরছে তাই এই সিদ্ধান্ত। করোনার কারণে রাজ্যে লকডাউন জারি হয়েছিল গত বছর ২১ মার্চ। সেই থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ। মাঝে পরীক্ষা এবং অন্যান্য কাজে কিছুদিনের জন্য কিছু ক্লাসের পড়ুয়াদের স্কুলে যেতে হয়েছিল। কিন্তু মোটের উপর শিক্ষাঙ্গন খুলতে চলেছে গত বছরের ২১ মার্চের পর। সব মিলিয়ে প্রায় আঠারো মাস পর। শুক্রবার সরকারের তরফে নির্দেশ আসতেই কলম অথবা ফুল কেনার তৎপরতা শুরু হয়ে গিয়েছে স্কুলে স্কুলে। এই বাবদ খরচ স্কুলগুলিকে রাজ্যের সমগ্র শিক্ষা মিশন মিটিয়ে দেবে। স্কুল খোলার আগে রবিবার রাজ্যের বহু স্কুলেই নতুন করে সাফাই অভিযান হয়েছে। সোমবারও এই কাজ চলবে। এই দুদিন বিশেষভাবে স্কুল স্যানিটাইজ করার নির্দেশ দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। আরও পড়ুনঃ অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাসও বজায় রাখছে শহরের কলেজগুলো, ভিড় সামলাতে উদ্যোগ শনিবার শিক্ষা দফতর থেকে আর একটি অ্যাডিভাইজারি পাঠিয়ে স্কুলগুলিকে প্রস্তুতি ফের খতিয়ে দেখতে বলা হয়েছে। তাতে বলা হয়েছে, ক) স্কুলে প্রবেশের সময় পড়ুয়াদের মধ্যে চার থেকে পাঁচ ফুটের ব্যবধান রাখতে হবে। খ) এই কাজের জন্য স্কুলের তিনজন কর্মীকে গেটের ডিউটিতে রাখতে হবে। গ) স্কুলের তরফে অন্তত একজনকে নজর রাখতে হবে পড়ুয়ারা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করছে কিনা। ঘ) স্কুলের গেটেই রাখতে হবে থার্মাল গান এবং স্প্রে স্যানিটাইজার। ঙ) এইজন্য আলাদা আলাদা কর্মীকে দায়িত্ব দিতে হবে। চ) ক্লাস রুমে পড়ুয়াদের মধ্যে অন্তত তিন ফুটের দূরত্ব রাখতে বলেছে শিক্ষা দফতর। ছ) চেষ্টা করতে হবে প্রত্যেক বেঞ্চে একজন করে পড়ুয়াকে বসাতে। মাঝে একটি করে বেঞ্চ ফাঁকা রাখতে। অর্থাৎ প্রথম বেঞ্চে একজন বসবে। দ্বিতীয় বেঞ্চটি ফাঁকা থাকবে। আবার তৃতীয় বেঞ্চে একজন বসবে। জ) স্কুল চালু হওয়ার পর শিক্ষাবন্ধুদের কাজ হবে, কোভিড বিধি মেনে স্কুল চলছে কিনা সেইদিকে নজর রাখা। ঝ) একইভাবে বিদ্যালয়ের পর্যবেক্ষকদেরও স্কুলে স্কুলে যেতে বলা হয়েছে।