শেষ আপডেট: 12th January 2025 15:59
দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুর আইআইটি-তে উদ্ধার হল এক ছাত্রের মৃতদেহ। রবিবার হস্টেলের একটি রুম থেকে তৃতীয় বর্ষের এক ছাত্রের মৃতদেহ পাওয়া যায়। ছাত্রটি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, এ নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
খড়্গপুর আইআইটি-র হস্টেলে রবিবার সকালে ওই তৃতীয় বর্ষের ছাত্রকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃত ছাত্রের নাম শাওন মালিক (২১)। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। হস্টেলেই থাকতেন। রবিবার সকালে শাওনের বাবা-মা হস্টেলে তাঁর সঙ্গে দেখা করতে যান। কিন্তু বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। পরে তাঁরা দরজা ভেঙে ভিতরে ঢুকে শাওনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে আইআইটি খড়্গপুরের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছন এবং পরিস্থিতি দেখে খড়্গপুরের চাচাউন থানায় খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে এবং হস্টেল ও ক্যাম্পাসে তল্লাশি শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার ঘটনাস্থলে যান। বলেন, 'আমরা পুরো ঘটনা খতিয়ে দেখছি। সমস্ত দিক যাচাই করে দেখা হবে।'
দু'দিন আগে খড়গপুর আইআইটি-র এক শিক্ষাকর্মীর অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল। শুক্রবার সকালে রসায়ন বিভাগের জুনিয়র টেকনিশিয়ান সাকির আলি মোল্লার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খড়্গপুর আইআইটি-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পুলিশের কাছে। তাঁরা সমস্ত রকমভাবে সহযোগিতা করবেন।