Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সদ্যোজাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, ১২ ঘণ্টা পর কবর দেওয়ার ঠিক আগেই কেঁদে উঠল শিশুকেরলে কংগ্রেস জিতলে শশী তারুর ‘বেশি পছন্দের’ মুখ্যমন্ত্রী? বলছে সমীক্ষানবান্নে মমতা-ওমর বৈঠক, কাশ্মীরকে ঘিরে ‘ভালবাসা আর নিরাপত্তার’ বার্তা, দুর্গাপুজোয় আমন্ত্রণমতি নন্দীর ছোটগল্প আসলে মধ্যবিত্ত কেরানি চরিত্র ও তাদের বিবর্ণ জীবনের স্ফটিকস্বচ্ছ আয়নাসরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নরবিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবা
Madhyamik Exam 2024

টেস্টে ফেল, অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে মাধ্যমিক দিতে এসে ছাত্র পাকড়াও

টেস্টে পাশ করতে পারেনি। অন্যের অ্যাডমিট কার্ড ফটোকপি করে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল এক ছাত্র! ঘটনায় হইচই পড়ল উত্তরপাড়া ভদ্রকালী হাইস্কুলে।

টেস্টে ফেল, অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে মাধ্যমিক দিতে এসে ছাত্র পাকড়াও

শেষ আপডেট: 2 February 2024 09:39

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: টেস্টে পাশ করতে পারেনি। অন্যের অ্যাডমিট কার্ড ফটোকপি করে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল এক ছাত্র! ঘটনায় হইচই পড়ল উত্তরপাড়া ভদ্রকালী হাইস্কুলে।

উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ওই ছাত্র ক্লাস টেনের টেস্ট পরীক্ষায় পাশ করেনি। তাই তার অ্যাডমিট কার্ডও হয়নি। ওই ছাত্র  নিয়মিত স্কুলেও যেত না বলেও অভিযোগ। অথচ শুক্রবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলে আসে সে। যে অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রের গিয়ে সে দেখায় তাতে রোল নম্বরে কালি দেওয়া ছিল। অ্যাডমিট কার্ড চেক করতে গিয়েই বিষয়টি নজরে আসে পরীক্ষকদের।

এরপরেই স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রের স্কুল অমরেন্দ্র বিদ্যাপীঠে খবর দেয়। পর্ষদের দায়িত্বে থাকা আধিকারিকদেরও জানানো হয়। ভদ্রকালী স্কুলে এসে তারা ছাত্রের সঙ্গে কথা বলেন। অ্যাডমিট কার্ড পরীক্ষা করে দেখেন। তারপরে ওই ছাত্রকে আর পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

অমরেন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় বলেন, “ওই ছাত্র স্কুলে অনিয়মিত ছিল। টেস্টে পাশও করেনি। স্বাভাবিকভাবেই ওর পরীক্ষা দেওয়ার কথা নয়। তাই অ্যাডমিট কার্ড আসার প্রশ্নই নেই।” হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ জানান, ওই ছাত্র টেস্টে পাশ করেনি। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।


ভিডিও স্টোরি