ফিরহাদ হাকিম।
শেষ আপডেট: 13th January 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: চালাকির দিন শেষ! এবার কমপ্লিশন সার্টিফিকেট (সিসি) কিংবা অকুপেন্সি সার্টিফিকেট (ওসি) না দেখাতে পারলে জল, নিকাশির স্থায়ী সংযোগ দেবে না পুরসভা। মিলবে না বিদ্যুৎ সংযোগও।
মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘বেআইনি নির্মাণ রুখতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার জল, নিকাশির স্থায়ী সংযোগের ক্ষেত্রেও সিসি বাধ্যতামূলক করা হচ্ছে।"
ঘটনার সূত্রপাত, গত বছর ১৭ ডিসেম্বর বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তৈরি বাড়ি বা ‘রেডি টু মুভ’ ফ্ল্যাটের ক্ষেত্রে সিসি কিংবা ওসি না দেখে ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠান ঋণ অনুমোদন করতে পারবে না।
ওই রায়ে শীর্ষ আদালত এও জানিয়েছে, সিসি না থাকলে জল, বিদ্যুৎ, নিকাশি সংযোগ দেওয়া যাবে না। ব্যবসার জন্য লাইসেন্সের ক্ষেত্রেও এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।
সূত্রের খবর, শহরে বেআইনি নির্মাণ ঠেকাতে সুপ্রিম কোর্টের ওই নির্দেশকেই হাতিয়ার করতে চলেছে কলকাতা পুরসভা।
পুরসভা সূত্রে খবর, সিসির আবেদন করা হয়েছে, এই দোহাই দিয়ে বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের সময় অস্থায়ীভাবে যে জল, নিকাশি কিংবা বিদ্যুতের সংযোগ নেওয়া হয়, পরে সেই সংযোগগুলি অনেকেই সারেন্ডার করে না।
কারণ, বহুক্ষেত্রে দেখা যায় প্ল্যানের সঠিক অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে ফ্ল্যাট। এক্ষেত্রে তো সিসি পাওয়ার কথা নয়। ফলে অস্থা্য়ী সংযোগেই দিনের পর দিন চলতে থাকে জল, নিকাশি কিংবা বিদ্যুতের সংযোগ। কিছু ক্ষেত্রে আবার ঠিকাদারদের সঙ্গে পুরসভার একাংশ কর্মীর যোগসাজসের অভিযোগও সামনে আসে।
গত বছর গার্ডেনরিচে নির্মীয়মাণ একটি বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যুর পর বেআইনি নির্মাণের একাধিক অভিযোগ সামনে এসেছিল। যার ভিত্তিতে বেআইনি নির্মাণ ঠেকাতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপও করে কলকাতা পুরসভা। তবে কমপ্লিশন সার্টিফিকেট (সিসি) কিংবা অকুপেন্সি সার্টিফিকেট (ওসি) না নিয়ে অবৈধভাবে নির্মাণ চলছিলই। এবার তা ঠেকাতে জল, নিকাশি কিংবা বিদ্যুতের সংযোগের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে সিসি। এর ফলে বেআইনি নির্মাণ শনাক্ত করা আরও সহজ হবে বলে মত পুর আধিকারিকদের একাংশের।