শেষ আপডেট: 13th January 2025 11:16
দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে প্রয়াগ রাজে শুরু হয়েছে কুম্ভ মেলা। উত্তরপ্রদেশের সরকারের তরফে জানানো হয়েছে, এবার মেলায় যোগ দিতে পারেন প্রায় ৪৫কোটি মানুষ। সেজন্য একাধিক ট্রেন, বাস-সহ অন্যান্য পরিবহণের ব্য়বস্থাও করা হয়েছে।
আর সেই কুম্ভমেলা গামী স্পেশ্যাল ট্রেন লক্ষ্য করেই উড়ে এল পাথর। ভাঙল জানালার কাচ। যার জেরে সোমবার ভোরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে প্রয়াগরাজগামী তাপ্তি গঙ্গা এক্সপ্রেসে থাকা পুণ্যার্থীদের মধ্যে।
সূত্রের খবর, গুজরাটের সুরাট থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজগামী তাপ্তি গঙ্গা এক্সপ্রেসে হামলার ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের জলগাঁও এলাকায়। চলন্ত ট্রেন লক্ষ্য করে একাধিক পাথর ছোড়ে দুষ্কৃতীরা। আঘাতে ভেঙে যায় বি৬ কামরার জানালার কাচ।
जलगांव में सूरत से छपरा की ओर जाने वाली ताप्ती गंगा एक्सप्रेस पर पत्थरबाजी होने की घटना सामने आई है
— Divya Gaurav Tripathi ???????? (@write2divya) January 12, 2025
ये ट्रैन प्रयागराम में भी रुकती है, इस ट्रेन में कुंभ जाने वाले यात्रियों की संख्या ज्यादा है. pic.twitter.com/L04fPnLhxM
ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, জানালার একটি কাচ ভাঙ। পাথরের আঘাতের চিহ্ন স্পষ্ট। ভিডিওয় এক যাত্রীকে আতঙ্কিত কণ্ঠে বলতে শোনা যাচ্ছে, জলগাঁওয়ের কাছে ট্রেন লক্ষ্য করে প্রচুর পাথর ছোড়া হয়েছে। ভিডিও বার্তায় রেলের কাছে সুরক্ষার আবেদনও জানিয়েছেন পুণ্য়ার্থীরা।
জানা যাচ্ছে, হামলার পরই ট্রেনে বাড়ানো হয়েছে রেল পুলিশের সংখ্যা। সংশ্লিষ্ট ট্রেনের ৪৫ শতাংশ যাত্রী মহাকুম্ভের জন্য প্রয়াগরাজ যাচ্ছেন। কুম্ভমেলায় আতঙ্কের পরিবেশ তৈরির জন্যই এই হামলা নাকি এর থেকেও বড় কোনও ছক রয়েছে দুষ্কৃতীদের তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।