শেষ আপডেট: 30th September 2023 19:39
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো শিক্ষকদের মামলা লড়ার জন্য আপার প্রাইমারির পরীক্ষা থেকে ২৫ কোটি টাকা তুলেছে রাজ্য। শনিবার এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতার দাবি, “আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য ফর্মফিলাপ বাবদ রাজ্য ২৭ কোটি টাকা তুলেছে। এর মধ্যে ২ কোটি টাকা খরচ হবে আপার প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে। বাকি ২৫ কোটি টাকা ভুয়ো শিক্ষকদের আইনি লড়াইয়ের কাজে ব্যয় করবে সরকার।”
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
নিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য সহ শিক্ষা দফতরের একাধিক কর্তা। শুভেন্দুর অভিযোগ, “চাকরি দেওয়ার নামে শিক্ষিত বেকারদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছে তৃণমূল। আদালতের নির্দেশে অনেকের চাকরিও গিয়েছে। ভুয়ো শিক্ষকদের পাশে না দাঁড়ালে পার্থর মতো আরও অনেককে জেলে যেতে হবে। তাই আইনি লড়াইয়ের জন্য ওই ২৫ কোটি টাকা খরচ করবে তৃণমূলের সরকার।”
এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে শুভেন্দুর বক্তব্যকে গুরুত্ব দিতে চাননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার দ্য ওয়ালকে শিক্ষামন্ত্রী বলেন, “টেট পরীক্ষা হবে। সেক্ষেত্রে ফর্ম ফিলআপ হচ্ছে। পরীক্ষা সঠিক সময়ে এবং স্বচ্ছতার সঙ্গে হবে। আর উনি (শুভেন্দু অধিকারী) যা মন্তব্য করছেন তার কোনও ভিত্তি নেই।”
একই সঙ্গে শুভেন্দুর অভিযোগ, আগে শাস্ত্রীয় মতে পুজো হত। পিতৃ পক্ষে কোনও শুভ কাজ করা হত না। এখন টাকা দিয়ে দুর্গা পুজোকে হাইজ্যাক করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। গত তিন বছর ধরে উনি পিতৃ পক্ষে প্রতিমা উদ্বোধন করছেন। এভাবে হাজার হাজার বছরের পুরনো শাস্ত্রীয় প্রথাকে বিলুপ্ত করে দিতে চাইছে তৃণমূল।
এই প্রসঙ্গেই দুর্গা পুজোয় বিভিন্ন ক্লাবকে সরকারের অনুদান নিয়েও পরোক্ষে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তাঁর কথায়, “এই সরকার বাংলার মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে। একদিকে বলছেন টাকা নেই, অন্যদিকে ইমাম, পুরোহিতদের ভাতা ৫০০ টাকা বাড়িয়ে দিয়েছেন। পুজোয় ৩০১ কোটি টাকা অনুদান দিচ্ছেন। তাহলে কেন বলছেন ডিএ দিতে পারবেন না।”