Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Mandatory for Resident Doctors

সরকারি ডাক্তারদের 'ফাঁকিবাজি'র দিন শেষ! নতুন বছরে রাজ্যের কড়া নির্দেশ, মানতে হবে এই নিয়ম

চলতি বছরে এমন ৩১জন 'ফাঁকিবাজ' ডাক্তারকে চিহ্নিত করে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিল রাজ্য।

সরকারি ডাক্তারদের 'ফাঁকিবাজি'র দিন শেষ! নতুন বছরে রাজ্যের কড়া নির্দেশ, মানতে হবে এই নিয়ম

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 January 2025 02:41

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটি আলটপকা মন্তব্য করে বসেছিলেন হুগলির তৃণমূল সাংসদ তথা 'দিদি নম্বর ওয়ান'খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কোনও রাখঢাক না রেখে রচনা বলেছিলেন, "গ্রামীণ হাসপাতালগুলোয় ঝাঁ চকচকে পরিকাঠামো রয়েছে কিন্তু চিকিৎসকরা থাকেন না। মানুষ পরিষেবা পাচ্ছেন না।"

এ ব্য়াপারে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছিলেন রচনা। 'দিদি নম্বর ওয়ান' এর সঞ্চালক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন কিনা স্পষ্ট নয়। তবে গ্রামীণ হাসপাতালে সরকারি ডাক্তারবাবুদের (Mandatory for Resident Doctors) উপস্থিতি নিশ্চিত করতে নতুন বছরে কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এখন থেকে সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের (Mandatory for Resident Doctors) চাকরির শুরুতে তিন বছরের মধ্যে এক বছর নিজের কলেজে এবং বাকি দু'বছর গ্রামীণ হাসপাতালে ডিউটি করা বাধ্যতামূলক করা হচ্ছে। যারা উপস্থিত থাকবেন না, তাঁদের ভাতা বন্ধ করে দেওয়া হবে।

এ ব্যাপারে ২৩ ডিসেম্বর স্বাস্থ্য দফতরের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যে ওই নির্দেশিকা পোঁছে গিয়েছে রাজ্যের সব মেডিক্যাল কলেজের অ্যাকাউন্ট অফিসারদের কাছে।

জানা যাচ্ছে, চাকরির শুরুতে এই তিন বছর গ্রামে যেতে বাধ্য থাকেন সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। এটিকে বলা হয় ‘চাকরি’র চুক্তি। এই সময় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা বাবদ রেসিডেন্ট ডাক্তাররা সরকারের ৬৫ থেকে ৭৫ হাজার টাকা ভাতা পেয়ে থাকেন। রাজ্যের তরফে জেলায় জেলায় মেডিক্যাল কলেজের অ্যাকাউন্ট অফিসারদের কাছে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ‘জেলা, মহকুমা, স্টেট জেনারেল বা গ্রামীণ হাসপাতালে বন্ড সার্ভিসের চিকিৎসকরা নির্ধারিত সময়ে না গেলে তাঁদের ভাতা বন্ধ করে দিতে হবে।’ 

স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, এই নিয়ম আগেও ছিল। কিন্ত চাকরির শুরুতে প্রথম বছর নিজের কলেজে ডিউটি করার পরও রেসিডেন্ট ডাক্তারদের অনেকেই আর গ্রামীণ হাসপাতালে যেতে চান না। এমনকী এ বিষয়ে যে কলেজের ছাত্র, সেখান থেকেও নানাভাবে প্রশ্রয় পেয়ে যান ওই রেসিডেন্ট ডাক্তাররা।'

চলতি বছরে এমন ৩১জন 'ফাঁকিবাজ' ডাক্তারকে চিহ্নিত করে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিল রাজ্য। পরে মাফ চেয়ে সেই ক্ষতিপূরণের হাত থেকে রেহাই পেয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। এরপরই নতুন বছরের আগে স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, নিয়ম না মানলে এবার থেকে রেসিডেন্ট ডাক্তারদের ভাতা বন্ধ করে দেওয়া হবে।


ভিডিও স্টোরি