শেষ আপডেট: 4th February 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: বর্ডার আউট পোস্টের জন্য বিএসএফ-কে ইতিমধ্যে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি দেওয়া হচ্ছে। সীমান্ত সুরক্ষায় আরও দুই জায়গায় বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। জলপাইগুড়ি এবং মালদহে জমি দেওয়া হবে।
সূত্রের খবর, জলপাইগুড়ির বিন্নাগুড়িতে ০.০৫ একর আর মালদহের নারায়নপুরে ১৯.৭৩ একর জমি দেওয়া হবে বিএসএফ-কে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠক থেকেই এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে এও জানা গেছে, তিনটি জায়গায় হোমস্টে-এর জন্য জমি নেওয়া হচ্ছে। দুটি আলিপুরদুয়ারে এবং একটি জলপাইগুড়িতে। চারটি চা বাগান থেকে নেওয়া হচ্ছে এই জমি।
রাজ্যের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অসহযোগিতার অভিযোগ তুলে বিজেপি অভিযোগ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে বারবার বলেন, বর্ডার বিএসএফ-এর দেখার কথা। যে পাঁচটা রাজ্যে বাংলাদেশ বর্ডার তা ৪ হাজার কিলোমিটারের। শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে ২২০০ কিলোমিটার। তার মধ্যে ৫৯৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। এর অন্যতম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন নিজের ভোট বাড়াতে। কাঁটাতার লাগাতে জমি দিলে ভোট বাক্সে প্রভাব পড়বে।
বিজেপির এই অভিযোগের মধ্যেই বিএসএফ-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কদিন আগে নদিয়াতে সীমান্ত সংলগ্ন মাটি খুঁড়ে চার-চারটি বাঙ্কারের হদিস পায় বিএসএফ। যার মধ্যে লুকানো ছিল লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল। শুধু তাই নয়, একই এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককেও গ্রেফতার করে পুলিশ। সেখানেই আগে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবারের বৈঠকে জলপাইগুড়ি এবং মালদহ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হল।