শেষ আপডেট: 4th November 2024 22:06
দ্য ওয়াল ব্যুরো: সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে আগেই কড়া অবস্থান নিয়েছে শীর্ষ আদালত। গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীন সিভিক ভলান্টিয়ারদের নিয়ে আরজি কর শুনানিতে কৌতূহল প্রকাশ করেছিলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
হাসপাতাল বা শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জায়গায় কীভাবে নিরাপত্তার দায়িত্ব সিভিক ভলান্টিয়ারদের হাতে তুলে দেওয়া হয়েছিল তা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যকে। মঙ্গলবার শীর্ষ আদালতে রাজ্যের উত্তর দেওয়ার পালা।
সূত্রের খবর, মঙ্গলবার রাজ্যের কাছে একাধিক প্রশ্নের জবাব চাইবে সুপ্রিম কোর্ট। কোন পদ্ধতিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে? কোন আইন মেনে নিয়োগের কাজ সম্পন্ন হয়েছে? তাঁদের যোগ্যতা কী? আগে কারও বিরুদ্ধে অপরাধের ইতিহাস রয়েছে কি না? মাস শেষে কীভাবে বেতন দেওয়া হয় তাঁদের? কোন প্রতিষ্ঠানে তাঁদের নিয়োগ করা হচ্ছে? এসব প্রশ্নের জবার আগের শুনানিতে রাজ্যের চেয়ে পাঠান দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
মঙ্গলবার সেই উত্তর হলফনামা আকারে জমা দিতে হবে রাজ্যকে। পাশাপাশি এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও তদন্তের অগ্রগতির রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেবে বলে খবর।
অক্টোবর মাসের শেষ শুনানিতে আরজি কর মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। সিবিআইয়ের দেওয়া রিপোর্টে চার্জশিটের কথাও উল্লেখ রয়েছে। এমনকি, চার্জশিটের কপিও জমা পড়ে সুপ্রিম কোর্টে। আদালতে সিবিআই জানায়, ধৃত সিভিক ভলান্টিয়ার ছাড়া আর কেউ এই ধর্ষণ-খুন মামলায় জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।