শেষ আপডেট: 6th January 2025 23:47
দ্য ওয়াল ব্যুরো: সীমান্ত রক্ষার দায়িত্ব যাদের, তাঁরাই নিজেরা দাযিত্ব নিয়ে সীমান্তে অনুপ্রবেশ করাচ্ছে! বিএসএফের বিরুদ্ধে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে এই বড় অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়।
এমনকী বাংলায় অশান্তি পাকানোর জন্য কেন্দ্র ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এ ব্যাপারে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকে চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর অভিযোগ, বিএসএফের প্রতি সীমান্তের মানুষকে খেপানোর চেষ্টা করছে রাজ্য। এ ব্যাপারে শাহের মন্ত্রককে সতর্ক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর আনা অভিযোগ উড়িয়ে বৃহস্পতিবারই শুভেন্দু বলেছিলেন, "রাজ্যের জন্যই সীমান্তে ৬০০ কিলোমিটার এলাকায় বেড়া দিতে পারেনি বিএসএফ। তৈরি করা যায়নি জওয়ানদের ১৭টি চৌকি। ফলে সীমান্তে অনুপ্রবেশের জন্য কারা দায়ী, তা সকলে জানেন।"
পরে সোশ্যাল মাধ্যমে এবিষয়ে পোস্ট করে শুভেন্দু দাবি করেন, মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগই একেবারে মনগড়া এবং ভোটের রাজনীতির জন্য তিনি এসব করছেন।
এই প্রথম নয়, বিএসএফ প্রশ্নে এর আগেও অমিত শাহের মন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন বিরোধী দলনেতা। সূত্রের খবর, শাহের মন্ত্রকে পাঠানো চিঠিতে বিরোধী দলনেতার তরফে এই আশঙ্কাও প্রকাশ করা হয়েছে যে নারী ঘটিত মিথ্যে কেসে জওয়ানদের ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল। তাই বাংলার সীমান্তে অবস্থিত জওয়ানদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছেন বিরোধী দলনেতা।
প্রসঙ্গত সীমান্ত এলাকায় নারীদের ওপরে জওয়ানরা অত্যাচার করছে বলেও বৃহস্পতিবার গুরুতর অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। যার জবাবে শুভেন্দুকে প্রকাশ্যে বলতে শোনা গিয়েছিল, "যদি সত্যিই এমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে থানায় অভিযোগ জানাচ্ছে না কেন?" সূত্রের খবর, এরপরই গোপন সূত্রে এবিষয়ে যড়যন্ত্রের ইঙ্গিত পেয়ে অমিত শাহের মন্ত্রকে চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা।