নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে ২৫টি ওষুধ বাজার (Medicine) থেকে প্রত্যাহার করতে বলল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। চলতি মাসের ১৯ তারিখ রাজ্যের সমস্ত খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতাদের (Chemist) বিজ্ঞপ্তি দিয়ে ওষুধগুলোর বিক্রি বন্ধ করে সেগুলো ফের পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 May 2025 12:40
দ্য ওয়াল ব্যুরো: নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে ২৫টি ওষুধ বাজার (Medicine) থেকে প্রত্যাহার করতে বলল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ (State Drug Control Board)। চলতি মাসের ১৯ তারিখ রাজ্যের সমস্ত খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতাদের (Chemist) বিজ্ঞপ্তি দিয়ে ওষুধগুলোর বিক্রি বন্ধ করে সেগুলো ফের পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের তরফে জানানো হয়েছে, নিষিদ্ধ ওষুধগুলোর মধ্যে ২৪টি নিম্নমানের ও একটি ওষুধ ভেজাল। তালিকায় রয়েছে বহু চর্চিত সেই রিঙ্গার ল্যাকটেট (Ringer Lactate), অ্যান্টিবায়োটিক, সুগারের ওষুধ, ক্যালসিয়াম ও ভিটামিন ডি বাড়ানোর ওষুধ, কোলেস্টেরল ও রক্তচাপ কমানোর ওষুধ ও কৃমির ওষুধ।
রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমানে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে ৫১টি জীবনদায়ী ওষুধ। এর মধ্যে সম্পূর্ণ জাল হিসেবে চিহ্নিত হয়েছে ৫টি ওষুধ। এবং আরও দু'টি ওষুধের স্ট্রিপ নকল করা হয়েছে বলে রিপোর্টে উঠে আসে।
ওই সব ওষুধের ব্যাচ নম্বর উল্লেখ করে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে আগেই জারি হয়েছিল বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তি। নির্দেশ দেওয়া হয়, অবিলম্বে ওই ওষুধগুলি খুচরো ও পাইকারি স্তর থেকে তুলে নিতে হবে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে জানায় কর্তৃপক্ষ।
চিকিৎসকদের মতে, এ ধরনের ওষুধ ব্যবহারে রোগ নিরাময় তো হয়ই না, বরং উল্টে রোগীর অবস্থা আরও জটিল হতে পারে। দীর্ঘদিন এই ধরনের জাল ওষুধ খাওয়ায় গুরুতর স্বাস্থ্যঝুঁকি, এমনকি মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। ওষুধ উৎপাদক ও বিপণনকারী সংস্থাগুলির দায়িত্বে গাফিলতি ও বেআইনি কার্যকলাপ রোধে আরও কড়া পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর।