শেষ আপডেট: 17th February 2024 13:56
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের অভিযোগের পরেই সন্দেশখালিতে গেল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। শনিবার সন্দেশখালিতে যায় চেয়ারপার্সন তুলিকা দাসের নেতৃত্বে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের ৬ সদস্যের দল। ধামাখালি থেকে নৌকায় চড়ে পৌঁছন তাঁরা। 'অশান্ত' সন্দেশখালিতে যে শিশুটিকে মায়ের কোল থেকে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছিল, তার বাড়িতে গিয়ে দেখা করে আসেন প্রতিনিধিরা।
গত ৯ ফেব্রুয়ারি থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। নিঁখোজ তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ শিবু হাজরার গ্রেফতারির দাবিতে ফুঁসছে গোটা গ্রাম। এরই মধ্যে বিজেপি কর্মী ভুজঙ্গ দাসের স্ত্রী-র কোল থেকে তাঁর সন্তানকে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতেই এদিন সন্দেশখালি পৌঁছন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল।
শনিবার নদী পেরিয়ে সন্দেশখালিতে যান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস, পরামর্শদাতা সুদেষ্ণা রায়-সহ মোট ৬ প্রতিনিধি। এদিকে কমিশনের প্রতিনিধিরা পৌঁছতেই পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন শিশুটির মা। ছবি দেখিয়ে চিহ্নিত করেন কে কে এই ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশের প্রতি অনাস্থার কথাও জানান তিনি।
শিশুর পরিবারের সঙ্গে কথা বলার পর কমিশনের প্রতিনিধিরা জানান, শিশুটির চিকিৎসার বন্দোবস্তও করা হয়েছে। পরিবারের নিরাপত্তার বন্দোবস্তও করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে পুলিশকে চিঠি দিয়েছে কমিশন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের পরামর্শদাতা সুদেষ্ণা রায়। তিনি বলেন,'' উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের কোনও সমস্যা হচ্ছে কিনা, পরীক্ষাকেন্দ্রগুলির কী অবস্থা, সব রকম পরিষেবা পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।''
প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি সন্দেশখালিতে শিশুকে মায়ের কোল থেকে ছুড়ে ফেলার অভিযোগ ওঠে। শিশুর মায়ের দাবি, ওই রাতে পুলিশের পোশাক পরে বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁদের জানলা ভেঙে দেওয়া হয়। প্রাণনাশেরও হুমকিও দেওয়া হয়। মায়ের কোল থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় সন্তানকে। আতঙ্কে তাঁরা গোটা পরিবার গৃহবন্দি বলে অভিযোগ।