বিজেপির ভুয়ো পোস্ট এবং রাজ্য পুলিশের সংশোধন
শেষ আপডেট: 13th April 2025 21:46
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) প্রতিবাদ ও তার পরবর্তী অশান্তিতে এখনও থমথমে মুর্শিদাবাদ। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য পুলিশ, সকলের এই পরিস্থিতিতে একটাই আর্জি, গুজবে যেন কেউ কান দেন। যেখানে বারবার এ ব্যাপারে সব দিক থেকেই মোটামুটি সতর্ক করা হচ্ছে, তখন রাজ্য বিজেপির (BJP) সোশ্যাল মিডিয়ায় হিংসার 'ভুয়ো' ছবি সামনে এলো। সামনে আনল রাজ্য পুলিশ (West Bengal Police)।
রবিবার কোলাজ করে কিছু অশান্তির ছবি পোস্ট করা হয় রাজ্য বিজেপির তরফে। দাবি করা হয়, হিংসার সেই ছবিগুলি বিভিন্ন পুজোপার্বণের। যদিও সেই দাবি খারিজ করে দিয়ে এদিন রাজ্য পুলিশ পাল্টা ছবি পোস্ট করে কোন ঘটনা কোন সময়ের, ঘটনাস্থলের নাম দিয়ে পোস্ট করে। রাজ্য পুলিশের দাবি, বিজেপির পোস্টটি ভুয়ো।
বস্তুত, কলকাতা হাইকোর্টের নির্দেশে তপ্ত মুর্শিদাবাদে শনিবার রাত থেকে সেখানকার এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাতভর সুতি, সামশেরগঞ্জ থানা এলাকায় টহল দিয়েছে তারা। গ্রামে গ্রামে বাহিনীর সঙ্গে ঘুরেছে পুলিশও। প্রসাশনের তরফে এই পরিস্থিতিতে বারবার বলা হচ্ছে গুজবে কান না দিতে, তার মধ্যেই রাজ্য বিজেপির ভুয়ো পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে।
নবাবদের শহরের অশান্তি নিয়ে ডিজিপি রাজীবের পর জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ও পরিস্থিতি ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন, "এখন অবস্থার উন্নতি হচ্ছে। অনেক গুজব ছড়িয়েছে, আর না। আমি সকলকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা গতকাল অনেককে গ্রেফতার করেছি। বাকি দুষ্কৃতীদেরও খুব শীঘ্রই গ্রেফতার করব।"
কারও কোনও সন্দেহ থাকলে স্থানীয়দের কন্ট্রোল রুমে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন তিনি। মোটমাট বুঝিয়ে দিতে চেয়েছেন গুজবের ব্যাপারে পুলিশ যথেষ্ট তৎপর। সেটাই যেন প্রমাণ হয়ে গেল রাজ্য পুলিশের ভুয়ো চিহ্নিতকরণ পোস্টে।