শেষ আপডেট: 27th January 2025 17:45
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে এই অভিযোগের সুর তুলেছে। সম্প্রতি লালবাগের এক সভা থেকেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের জমি না দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেছিলেন, "মমতা রোহিঙ্গা-মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন, তাই বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে জমি দেওয়া হয়নি।"
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে মাথাচাড়া দিয়ে ওঠা অনুপ্রবেশ ইস্যু নিয়ে যখন বিজেপি একাধিক অভিযোগ আনছে মমতার সরকারের বিরুদ্ধে, সেই আবহেই 'চেক পোস্টের' জন্য নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি বিএসএফ-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আজ অর্থাৎ সোমবার নবান্নে মন্ত্রীসভার যে বৈঠক হয়েছে, তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, রাজ্যের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অসহযোগিতার অভিযোগ তুলে বিজেপি অভিযোগ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে বারবার বলেন, বর্ডার বিএসএফ-এর দেখার কথা। যে পাঁচটা রাজ্যে বাংলাদেশ বর্ডার তা ৪ হাজার কিলোমিটারের। শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে ২২০০ কিলোমিটার। তার মধ্যে ৫৯৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। এর অন্যতম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন নিজের ভোট বাড়াতে। কাঁটাতার লাগাতে জমি দিলে ভোট বাক্সে প্রভাব পড়বে।
গত ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে লেখা এক খোলা চিঠিতে শুভেন্দুর দাবি ছিল, ১৮ টি ক্ষেত্রে বিএসএফকে কোনও জমি হস্তান্তর করা হয়নি। এছাড়া ১৭টি সীমান্ত ফাঁড়ি তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া মুলতুবি হয়ে রয়েছে। যার ফলে একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ পাঠানো বন্ধ হয়ে গিয়েছে।
ওই সূত্রের খবর ঠিক হলে এটুকু নিশ্চিত, বিরোধীদের নানা অনুযোগ, অভিযোগের মধ্যেই আজকের মন্ত্রীসভার বৈঠকে বিএসএফকে জমি দিচ্ছে মমতার সরকার।
তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, এই নদিয়াতেই ক'দিন আগে সীমান্ত সংলগ্ন মাটি খুঁড়ে চার-চারটি বাঙ্কারের হদিস পায় বিএসএফ। যার মধ্যে লুকানো ছিল লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল। শুধু তাই নয়, একই এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককেও গ্রেফতার করে পুলিশ।