শেষ আপডেট: 5th December 2024 20:55
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসির ২৬ হাজার জনের চাকরি বাতিল নিয়ে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু হল না। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, ১২ ডিসেম্বর এই মামলার শুনানি হবে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না পদে বসার পর এদিনই প্রথম এসএসসি মামলা শোনার কথা ছিল তাঁর। এর আগে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তখনও মামলার শুনানি পিছিয়ে ছিল।
নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির অধীনে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। পৃথক ভাবে মামলা করেছিল রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ।
সুপ্রিম কোর্টের নির্দেশেই সিবিআই চাকরিহারাদের মধ্যে যোগ্য-অযোগ্যদের বাছাইয়ের কাজ শুরু করে। সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যে ২৫ হাজারের বেশি চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্য-অযোগ্যদের বাছাইপর্ব হয়ে গেছে। ব্যক্তিগতভাবে প্রার্থীদের সাক্ষাৎপর্ব ও তথ্য সংগ্রহের কাজও প্রায় শেষ করে এনেছেন সিবিআই আধিকারিকরা।
যোগ্যদের পরিবর্তে টাকার বিনিময়ে অযোগ্যদের নিয়োগ পাইয়ে দেওয়ার পাশাপাশি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগ করার অভিযোগ উঠেছে এই মামলায়। ইতিমধ্যে নবম থেকে দ্বাদশের শিক্ষক ও গ্রুপ বি, সি-তে কতজনকে নিয়োগ করা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আদালতে জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।