শেষ আপডেট: 10th July 2022 11:50
৪৮৩ দিন ধরে ধর্না এসএসসি চাকরিপ্রার্থীদের! সেই মঞ্চেই ইদ উদযাপন, এলেন সেলিম
দ্য ওয়াল ব্যুরো: ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে এসএসসি চাকরিপ্রার্থীরা (SSC Job seeker) ধর্না দিচ্ছেন। বছর পেরিয়ে গেছে, এখনও সুরাহা মেলেনি। প্রাপ্য চাকরিও মেলেনি। এদিকে হাইকোর্টের (Calcutta High Court) অন্দরে চলছে মামলা। সিবিআই তদন্ত করছে। পক্ষ বিপক্ষে যুক্তিতে সরগরম হয়ে উঠছে হাইকোর্ট চত্বরে। কিন্তু মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তাঁরাও আজও অনড়।
চাকরির দাবিতে টানা ৪৮৩ দিন খোলা আকাশের নীচে ধর্নায় বসে (Protest) আছেন তাঁরা। এদিন এই ধর্না মঞ্চেই পালন করা হল ইদ। চাকরি না পাওয়ার দুঃখ আছে এই আন্দোলনকারীদের মনে, সেই মঞ্চেই এদিনের ইদের অনুষ্ঠান বয়ে আনল কিছুটা খুশির হাওয়া। এদিন চাকরিপ্রার্থীদের ইদের অনুষ্ঠানে উপস্থিত হন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md. Salim)। শুনলেন তাঁদের যন্ত্রণার কথা।

কবে তাঁরা সুবিচার পাবেন? জানা নেই তাঁদের। শুধু জানেন আন্দোলন তাঁদের চালিয়ে যেতেই হবে। নিজেদের প্রাপ্য পেতে দিনের পর দিন এভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। কখনও প্রেস ক্লাবের সামনে, কখনও সেন্ট্রাল পার্কের সামনে, আবার কখনও গান্ধী মূর্তির পাদদেশে। দফায় দফায় এভাবেই দীর্ঘদিন ধরে চলছে এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন।
এসএসসির তরফে জানানো হয়েছে আইনি জটিলতার কারণে নিয়োগ করা সম্ভব হচ্ছে না। এদিকে এসএসসিতে নিয়োগে দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। হাইকোর্টেও চলছে একাধিক মামলা। কিছু কবে সুরাহা মিলবে জানা নেই কারোরই।
হু হু করে ছুটছিল বেসরকারি বাস, উল্টোদিক থেকে এল লরি! ভয়াবহ দুর্ঘটনা কোতুলপুরে, জখম ২০