শেষ আপডেট: 15th April 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: যোগ্য, অযোগ্য মিলে মিশে একাকার হয়ে যাওয়ায় এসএসসির ২০১৬ (SSC 2016) সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। রাতারাতি চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।
ঘটনার বিচার চাইতে সোমবার কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চে’র ৬০ জন। মঙ্গলবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বাস থামিয়ে তাঁদের দেখা গেল, জনতার হাতে লিফলেট তুলে দিতে!
কী লেখা আছে তাতে? কীভাবে নিয়োগে দুর্নীতি, যোগ্য হওয়া সত্ত্বেও কীভাবে তাঁদেরও চাকরি গেল, এই সংক্রান্ত বিস্তারিত তথ্যই রয়েছে ওই লিফলেটে। যোগ্য চাকরিহারাদের কথায়, "সারা দেশের মানুষকে জানাতে চায় বাংলার দুর্নীতির কথা। সরকার কীভাবে আমাদের পথে বসাল সেটা মানুষের জানা জরুরি।"
রাস্তায় জনবহুল এলাকা দেখলেই বাস থামিয়ে মানুষের হাতে লিফলেট তুলে দিচ্ছেন তাঁরা। আকুতি করছেন, "আমাদের পাশে থাকুন!"
মঙ্গলবার রাতেই রাজধানীতে পৌঁছে যাওয়ার কথা চাকরিহারাদের। বুধবার দিল্লির যন্তরমন্তরে শুরু হবে ধর্না। মামলায় হস্তক্ষেপের আর্জি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণের কর্মসূচিও রয়েছে তাঁদের।
এদিকে কলকাতার ওয়াই চ্যানেলে চাকরিহারাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। তাঁরা সাফ জানিয়েছেন, যতক্ষণ না যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে এবং ২২ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ ওয়েব সাইটে প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ অবস্থানেই বসে থাকবেন তাঁরা।
দিল্লির পাশাপাশি কলকাতাতেও রয়েছে একগুচ্ছ কর্মসূচি। ১৭ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার চাকরিহারাদের একাংশ ওয়াই চ্যানেল থেকে সরকারি কর্মীদের ব্যাজ প্রদান করবেন। সেই ব্যাজ পরে তাঁদের কর্মস্থলে কাজ করার অনুরোধ করবেন। আন্দোলনকারীরা নিজেরাও সেই ব্যাজ পরে আন্দোলন করবেন। ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ এবং বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ।
পরের দিন আবার রাজভবন অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চে। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে তাঁরা রাজ্যপালের দ্বারস্থ হবেন। ২৩ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত কলকাতা-সহ রাজ্যজুড়ে রাস্তায় রাস্তায় পথসভা করবেন চাকরিহারারা। এর মধ্যে সমস্যার সমাধান না হলে ১ মে থেকে শুরু হবে রিলে অনশন।
শুধু তাই নয়, এই একগুচ্ছ কর্মসূচির পরও যদি সরকারের তরফে তাঁদের দাবি পূরণ বা কোনও ইতিবাচক প্রতিক্রিয়া না আসে তাহলে আমরণ অনশনে বসবেন বলেও জানানো হয়েছে মঞ্চের তরফে।