Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Bharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা
Kalyan Banerjee

'সরকারের ভুলে চাকরি গেল, আমাদেরই হুলিগান বলছেন?', কল্যাণকে প্রশ্ন চাকরিহারা শিক্ষকদের

নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করেছে সুপ্রিমকোর্ট। যার জেরে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। 

'সরকারের ভুলে চাকরি গেল, আমাদেরই হুলিগান বলছেন?', কল্যাণকে প্রশ্ন চাকরিহারা শিক্ষকদের

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 May 2025 10:12

দ্য ওয়াল ব্যুরো: গত ১৫ মে বিকাশ ভবনের ঘটনায় এফআইআরে নাম থাকা আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের (deprived teacher) বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। এমনকী শিক্ষা দফতরের শোকজও কার্যকর হবে না বলে শুক্রবার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

তবে ওই মামলাতে রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে এদিন আন্দোলনকারীদের 'হুলিগান' বলে সম্বোধন করেছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় (Kalyan Banerjee)। যা নিয়ে কল্যাণের দিকেই পাল্টা প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের কথায়, "সরকারের ভুলে চাকরি গেল, আমাদেরই হুলিগান বলছেন?"

নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করেছে সুপ্রিমকোর্ট। যার জেরে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। গত ১৪ তারিখ গ্রুপ সি ও গ্রুপ ডির কর্মীদের জন্য ভাতার কথা ঘোষণা করে রাজ্য। এরপরই গত ১৫ মে বিকাশ ভবনের সামনে আন্দোলন তীব্রতর করেন চাকরিহারারা। বিকাশ ভবনের মধ্যে সরকারি কর্মীদের রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ ওঠে চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে। পাল্টা হিসেবে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করে আন্দোলন হঠিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মীও জখম হন। 

এরপরই আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ। শিক্ষা দফতরের তরফেও একাংশ শিক্ষককে শোকজ করা হয়। মামলা গড়ায় হাইকোর্টে। ওই মামলায় এদিন আদালত স্পষ্ট করে দিয়েছে, ওই ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না।

এদিন ওই মামলার শুনানিতেই আন্দোলনকারীদের আক্রমণ করে আইনজীবী, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হুলিগানদের জন্য স্তব্ধ হয়ে পড়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ভিজিল্যান্স কমিশন ও এসবিআই-এর শাখা।’ 

এরপরই কল্যাণের এই মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, রাজ্যের দুর্নীতির ফলে আমাদের চাকরি খোয়াতে হল, এরপরও একজন জনপ্রতিনিধি হিসেবে কীভাবে উনি শিক্ষক সমাজকে হুলিগান বলতে পারেন?" যদিও নিজের বক্তব্যে অনড় থেকে কল্যাণ বলেন, "যা বলেছি ঠিক বলেছি।" 


ভিডিও স্টোরি