অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ও ব্রাত্য বসু।
শেষ আপডেট: 9th April 2025 13:47
দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে বুধবার দুপুর দুটোয় বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে দেখা করতে যাবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।
শুধু দেখা করা নয়, কীভাবে যোগ্য ও অযোগ্য বাছাই করা সম্ভব, সেই ফর্মুলাও শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেবেন তিনি। অন্যদিকে প্রাক্তন বিচারপতির ওই চিঠি দ্রুত মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) হাতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্রাত্য বসু।
যোগ্য ও অযোগ্য বাছাইয়ের ইস্যুতে (SSC 2016, eligible candidates) যেভাবে পরস্পর বিরোধী রাজনৈতিক দলের দুই প্রতিনিধি একসঙ্গে দেখা করতে চেয়ে সমস্যার সমাধানের বার্তা দিচ্ছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
যোগ্য ও অযোগ্য নিয়ে বিতর্কের আবহে এসএসসির ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার থেকে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। কোন পদ্ধতিতে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব, তা খতিয়ে দেখছে সরকারের প্রতিনিধি দল। এ ব্যাপারে সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, যোগ্য ও অযোগ্য বাছাই করা সম্ভব।
এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে 'দিদি' সম্বোধন করে সমস্যার সমাধানের আর্জিও জানিয়েছিলেন অভিজিৎবাবু। ওই প্রসঙ্গ টেনে ব্রাত্য বসু প্রশ্ন তুলেছিলেন, "অভিজিৎবাবু এতদিন তো সিস্টেমে কাজ করেছেন, উনি যে অ্যাপিলটা করেছিলেন, সেখানে বলেছিলেন, দলমতের ঊর্ধ্বে উঠে দিদিকে বলছি। তাহলে উনি সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন না কেন? কেন মিডিয়ার মাধ্যমে আর্জি জানাচ্ছেন?"
এরপরই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, বুধবার বেলা ১২টার সময় তিনি যোগ্য ও অযোগ্য বাছাইয়ের ফর্মুলা নিয়ে নবান্নের দুয়ারে পৌঁছে যাবেন।
একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে এই কথোপকথন চলতে থাকে ব্রাত্য ও অভিজিতের। এ সময় ব্রাত্য প্রস্তাব দেন, "নবান্নের পরিবর্তে প্রাক্তন বিচারপতি যদি বিকাশভবনে আসেন তাহলে তিনি নিজে দায়িত্ব নিয়ে ওই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন।" ব্রাত্য এও বলেন, সকালে তাঁর একটি প্রশাসনিক মিটিং আছে। দুপুর ২টো নাগাদ অভিজিৎবাবু যেন তাঁর চেম্বারে আসেন। তাতে রাজি হয়ে যান তমলুকের বিজেপি সাংসদ।
সল্টলেকে বিকাশ ভবনের অদূরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি। তিনি বলেন, "খুবই ভাল প্রস্তাব। আমি দুপুরে বিকাশভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে চিঠি দিয়ে আসব।"
প্রসঙ্গত, চাকরিহারা ইস্যুতে মঙ্গলবার এসএসসির দফতরে গিয়েও চেয়ারম্যানের দেখা পাননি প্রাক্তন বিচারপতি। এদিন চাকরিহারাদের কয়েকজন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে ফের এসএসসি ভবনে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখান থেকে বিকাশভবনে যাওয়ার কথা রয়েছে তাঁর। এখন দেখার সেখান থেকে কী সমাধান সূত্র বের হয়।