Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা

রামপ্রসাদের গানে সেরা গীতিকার শ্রীজাত! কী প্রতিক্রিয়া কবির

দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল 'মানবজমিন' ছবিটি। সেই ছবিতে অরিজিৎ সিংয়ের কন্ঠে রামপ্রসাদের বিখ্যাত গান 'মন রে কৃষিকাজ জানো না' শুনে আপ্লুত হয়েছিলেন অনেকেই। তবে, এবার এই গান নিয়েই বিতর্কের মুখে মানবজমিন ছবির পরিচালক কবি শ্রীজ

রামপ্রসাদের গানে সেরা গীতিকার শ্রীজাত! কী প্রতিক্রিয়া কবির

শেষ আপডেট: 14 May 2023 05:14

দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল 'মানবজমিন' ছবিটি। সেই ছবিতে অরিজিৎ সিংয়ের কন্ঠে রামপ্রসাদের বিখ্যাত গান 'মন রে কৃষিকাজ জানো না' শুনে আপ্লুত হয়েছিলেন অনেকেই। তবে, এবার এই গান নিয়েই বিতর্কের মুখে মানবজমিন ছবির পরিচালক কবি শ্রীজাত (Srijato reacts on controversy)।

শনিবার টেলি সিনে অ্যাওয়ার্ডের একটি মনোনয়নপত্রের ছবি ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। সেই মনোনয়ন পত্রে 'মন রে কৃষিকাজ জানো না' গানের জন্য সেরা গীতিকারের পুরস্কারের জন্য মনোনীত (nomination as best song writer) করা হয় শ্রীজাতকে। স্বাভাবিক ভাবেই এই মনোনয়ন পত্রের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। বহুল প্রচারিত রামপ্রসাদের গান (song originally belonged to Ramprasad ) লেখার 'ক্রেডিট' কীভাবে প্রাপ্য শ্রীজাতর সে নিয়েও প্রশ্ন ওঠে অনেক মহলেই।

রবিবার এই নিয়ে ফেসবুকে মুখ খুললেন কবি শ্রীজাত। তাঁর কথায়, এই মনোনয়ন পত্র তাঁর কাছে এসে পৌছালে তিনি যোগাযোগ করেন পুরস্কার সংস্থার সম্পাদক মৃন্ময় কাঞ্জিলালের সঙ্গে। তাঁর কাছে সেই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন সম্পাদক এমনটাই জানান শ্রীজাত। জানা গেছে, পরবর্তীতে ওই ছবিরই অন্য একটি গানের জন্য ফের মনোনয়নপত্র পাঠানো হয় শ্রীজাতকে।

তবে, এই পুরস্কার গ্রহণ করা হবে কিনা সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি শ্রীজাতর তরফে। পাশাপাশি, সংস্থার পক্ষ থেকে এই ভুলের জন্য কোনওরকম আনুষ্ঠানিক কৈফিয়ৎ দেওয়া হয়নি। ফলে, প্রযোজক রানা সরকার জানান যে মানবজমিন ছবির জন্য কোনও রকম মনোনয়নই স্বীকার করা হবে না এই পুরস্কারের জন্য।

প্রকাশিত হল ISC ও ICSE রেজাল্ট, দু'টোতেই শীর্ষে বাংলা


ভিডিও স্টোরি