শেষ আপডেট: 26th September 2023 05:04
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রসংঘের (United Nations) সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং বিদেশমন্ত্রীরা এখন নিউইয়র্কে। ভারত ও শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী যথাক্রমে এস জয়শঙ্কর এবং আলি সাবরি দেশকে নেতৃত্ব দিচ্ছেন। দু’জনেই মঙ্গলবার রাষ্ট্রসংঘে ভাষণ দেবেন। সূত্রের খবর, জয়শঙ্কর দিল্লিতে সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনের সাফল্য এবং কানাডায় খালিস্তানিদের কার্যকলাপ-সহ বিশ্বজুড়ে বিচ্ছিন্নতাবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে সরব হবেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau)ভারত বিরোধী মন্তব্য ঘিরে বিশ্বের বহু দেশ প্রতিক্রিয়া দিয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডায় দীর্ঘ সময় ধরে প্রচার চালানো হয় যে আমাদের দেশে গণহত্যা হয়েছে। এমন কোনও ঘটনার নজির সেখানে নেই। কানাডা সরকারের কাছে এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েও কাজ হয়নি।
কানাডার বিরুদ্ধে ভারতেরও একই অভিযোগ। নয়াদিল্লি দীর্ঘদিন ধরে বলে আসছে খালিস্তানিরা কানাডাকে আশ্রয় করে ভারতে নাশকতা, অপহরণ, মাদক ব্যবসা ইত্যাদি চালাচ্ছে। তাতে গোল বেঁধেছে কানাডার প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে। দেশের সংসদে তিনি বলেছেন, গত জুনে কানাডায় খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারত সরকারের এজেন্সির হাত ছিল। অভিযোগ করেই থেমে থাকেননি ট্রুডো। তিনি সংসদে বিবৃতি দেওয়া মাত্র তাঁর বিদেশমন্ত্রী এক শীর্ষ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে। একই ভাষায় জবাব দেয় নয়াদিল্লিও।
চলতি বিতর্কে মঙ্গলবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে ভারতের জন্য। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কী বলেন, সে দিকে কূটনৈতিক মহলের নজর রয়েছে। কানাডার বিরুদ্ধে ভারত কতটা সুর চড়ায় সে দিকে নজর থাকবে দেশ-বিদেশের পর্যবেক্ষকদের।
গুলিতে ঝাঁঝরা করা হচ্ছে দুই ছাত্রকে, অস্ত্র হাতে দাঁড়িয়ে আততায়ীরা, মণিপুরের নৃশংস ভিডিও ভাইরাল