শেষ আপডেট: 10th March 2025 15:10
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় অর্ধে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের তীব্র ক্ষোভের মুখে পড়েন শাসক দলের মন্ত্রীরা। কারণ অধিবেশনের দ্বিতীয় অর্ধ শুরু হওয়ার পর অধ্যক্ষ লক্ষ্য করেন ট্রেজারি বেঞ্চে দুজন মন্ত্রী উপস্থিত রয়েছেন! তা দেখেই ক্ষোভ উগরে দেন তিনি। এই ঘটনার পর কক্ষে একে একে উপস্থিত হন বেশ কয়েকজন মন্ত্রী।
বিধানসভায় শাসকদল তৃণমূলের বিধায়কের সংখ্যা ২২০-র বেশি। অথচ এর মধ্যে শতাধিক বিধায়ক রয়েছেন, যাদের বিধানসভার অলিন্দে কখনও কোনও বিষয়ের আলোচনায় অংশ নিতে দেখা যায়নি। সম্প্রতি পরিষদীয় দলের বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষদীয় দলের তরফেও সংশ্লিষ্ট বিধায়কদের সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপরও সোমবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় অর্ধ শুরুর দিকে ট্রেজারি বেঞ্চে বেশি কেউ উপস্থিত ছিলেন না। তাতেই ক্ষুব্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বাজেট অধিবেশনের আগে পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে প্রশ্ন তুলেছিলেন যে, এতজন বিধায়ক থাকলেও অনেকে বিধানসভায় কোনও দিন কোনও বিষয়ে আলোচনাতে অংশই নেননি, এটা কেন হবে? তাঁর স্পষ্ট বার্তা ছিল, বিধায়ককে যেমন নিজের এলাকার উন্নয়নে সক্রিয় থাকতে হবে একইভাবে বিধানসভাতেও সক্রিয় থাকা জরুরি। না হলে বহুক্ষেত্রে বিরোধীদের মোকাবিলায় হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি বিধায়কদের পাওয়া যায় না। এরপরই দেখা যায়, রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় অংশ নিয়েছিলেন এমন ৯ জন তৃণমূল বিধায়ক যারা অতীতে কখনও বিধানসভায় বক্তৃতা রাখেননি।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কোন কোন মন্ত্রী এবং বিধায়ক বিধানসভা অধিবেশনে গরহাজির থাকছেন বা উপস্থিত থাকলেও নিষ্ক্রিয়ভাবে রয়েছেন, এদিনের ঘটনার পর তা নতুন করে খতিয়ে দেখতে বলেছেন স্পিকার।