শেষ আপডেট: 14th April 2024 23:04
দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোরুট অফিস যাত্রীদের জন্য বড় পাওনা। শহর বা জেলার যে কোনও প্রান্ত থেকে শিয়ালদহ আসতে পারলেই ব্যস। এখান থেকে মেট্রো করে সোজা সল্টলেকে অফিস। বেশি ঝক্কির প্রশ্ন নেই। এবার এই রুটের অফিস যাত্রীদের জন্য আরও সুখবর। গতি বাড়তে চলেছে এই মেট্রোগুলির।
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, সোমবার থেকেই এই রুটে আরও গতি আসবে মেট্রোর। যার জেরে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোতে যেতে আরও কম সময় লাগবে। আগে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার জন্য সময় লাগত ২০ মিনিট। সোমবার থেকে লাগবে মাত্র ১৭ মিনিট। সল্টলেক থেকে ফেরার সময়ও এখনকার থেকে ২ মিনিট কম সময় লাগবে যাত্রীদের।
এই মেট্রোরুটের সূচিও বদল করা হয়েছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী মেট্রো সকাল ৭টার বদলে ৭টা ৫ মিনিটে ছাড়বে। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। আর সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা বেজে ৪০ মিনিটে।
হাওড়া ময়দান থেকে সোজা সেক্টর ৫ মেট্রো চালু হতে এখনও কিছুটা সময় বাকি। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো অংশে বাণিজ্যিক পরিষেবা অক্টোবর মাসের আগে চালু হওয়া সম্ভব না বলেই জানান হয়েছে।