শেষ আপডেট: 26th October 2024 08:12
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। সেই সঙ্গে ১৩ এবং ২০ নভেম্বর দু'দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে ঝাড়খণ্ডেও।
যেকোনও বিধানসভা ভোটের প্রচারে রাজনৈতিক দলগুলি তারকা প্রচারকের নামের তালিকা প্রকাশ করে। ঝাড়খণ্ডের ভোটকে কেন্দ্র করে বিজেপির তরফেও ৪০ জন তারকা বক্তার নাম প্রকাশ করা হয়েছে।
সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও রাজনাথ সিংদের পাশাপাশি রয়েছেন স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং সীতা সোরেনের। কিন্তু প্রতিবেশী রাজ্যের ভোটে বাংলা থেকে দলের ক'জন জায়গা পেলেন তারকা প্রচারকের তালিকায়?
জানা যাচ্ছে, ৪০ জনের তালিকায় ৩৩ নম্বরে নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দিলীপ ঘোষ. সুকান্ত মজুমদারদের নাম তারকা প্রচারকের তালিকায় না থাকা নিয়ে দলের অন্দরেই গুঞ্জনও শুরু হয়েছে।
প্রসঙ্গত, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মেয়াদও শেষ হয়েছে। এদিকে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। ফলে রাজ্য সভাপতির পদ থেকে তাঁর সরে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।
৪০ জনের তালিকায় শুভেন্দুর জায়গা পাওয়া এবং দিলীপ-সুকান্তদের জায়গা না পাওয়ার বিষয়টি নিয়ে দলের অন্দরেই নতুন করে চর্চা শুরু হয়েছে। এদিকে শনিবারই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলের সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার সাংগঠনিক বৈঠক করার কথাও রয়েছে শাহের।