শেষ আপডেট: 16th April 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: অশান্তি সৃষ্টিকারীদের কাউকে রেয়াত করা হবে না বলে মঙ্গলবারই হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম। এবার মুর্শিদাবাদের (murshidabad incident) ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করল রাজ্য় পুলিশ।
সূত্রের খবর, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত এই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন ন’জন অফিসার। অ্যাডিশনাল এসপির পাশাপাশি এই টিমে রয়েছেন তিনজন ডেপুটি সুপার ও ছ’জন ইনস্পেক্টর।
পুলিশ সূত্রের খবর, রাজ্য পুলিশ, জেলা পুলিশের পাশাপাশি এসটিএফ, সিআইডি ও রাজ্যের গোয়েন্দা দফতরের সদস্যদের নিয়ে ন’জনের এই টিম গঠন করা হয়েছে। তাঁরা মুর্শিদাবাদের সাম্প্রতিক প্রতিটি হিংসার ঘটনার তদন্ত করবে।
ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) বিরোধিতায় শুক্রবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এখন পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে। বুধবার থেকে নতুন করে তেমন কোনও গন্ডগোলের খবর মেলেনি জঙ্গিপুর, ধুলিয়ান, সামশেরগঞ্জ বা সুতি থানা এলাকায়। তবে ওই অশান্তির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল।
মঙ্গলবারই এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম। এবার রাজ্যের তরফে গঠন করা হল সিট বা বিশেষ তদন্তকারী দল।
মুর্শিদাবাদের ঘটনায় ইতিমধ্যে রাজ্যে টিম পাঠানোর কথা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশন। হাইকোর্টেও একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ওই মামলাগুলির শুনানি হওয়ার কথা। বিরোধীদের অভিযোগ, তথ্যপ্রমাণ লোপাট করতে তাই আগে ভাগে রাজ্যের তরফে সিট গঠন করা হল।