মেয়র ফিরহাদ হাকিম-সহ অন্যান্যরা।
শেষ আপডেট: 19th July 2024 19:11
দ্য ওয়াল ব্যুরো: খাতায় কলমে ৬টি ঋতু থাকলেও তিনটি ঋতুর অস্তিত্ব কার্যত বিলুপ্ত। গ্রীষ্ম, বর্ষা, শীত বাদ দিলে শরৎ, হেমন্ত ও বসন্ত এখন শুধুই বইয়ের পাতায় বন্দি। বিপন্ন প্রকৃতির রক্ষায় এবার বড় উদ্যোগ নিল কলকাতা পুর নিগম।
রাজ্য সরকারের সহযোগিতায় কলকাতা পুর এলাকায় পুরযোদ্ধা তৈরি করতে শুক্রবার থেকে শুরু হল পরিবেশ সম্পর্কিত সার্টিফিকেট কোর্স। সম্পূর্ণ বিনামূ্ল্যের তিন সপ্তাহের এই কোর্সে যেকোনও স্নাতক উর্ত্তীণ আবেদন জানাতে পারবেন। এছাড়়া পরিবেশ সম্পর্কে আগ্রহ থাকলেই হবে।
পুর কর্তৃপক্ষর আশা, বছরভর এই কোর্স চালু থাকলে শহরের অলিতে গলিতে গড়ে উঠবে পরিবেশ যোদ্ধা। এক পুরকর্তার কথায়, "কোথাও গাছ কাটা কিংবা পুকুর বোজানো হচ্ছে কিনা, অনেক সময়ই স্থানীয় কাউন্সিলররা তা পুরসভাকে জানান না। পাড়ায় পাড়ায় পরিবেশ যোদ্ধা তৈরি হয়ে গেলে, তাঁরা কিন্তু পুরসভাকে খবর দিয়ে দেবেন। এর ফলে পরিবেশ রক্ষা পাবে।"
জানা গেছে, রাজ্য সরকার এবং কলকাতা পুর নিগমের উদ্যোগে প্রথমবার তিলোত্তমায় চালু হল এই কোর্স। বিশেষ এই পরিবেশ কোর্সের প্রশিক্ষণ দেবেন শহরের বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানীরা।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "নানাবিধ কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই পরিবেশ রক্ষার জন্য আমরা পরিবেশ যোদ্ধা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এরা পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।" গ্রিন ট্রাইবুনালের নামে একাংশ পরিবেশবিদ কথায় কথায় আদালতে গিয়ে জনস্বার্থ বিঘ্নিত করছেন বলেও অভিযোগ করেন মেয়র। মেয়র পরিষদ স্বপন সমাদ্দার-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।