শেষ আপডেট: 18th September 2023 16:42
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার, গণেশ চতুর্থীর দিন থেকেই নতুন সংসদ ভবনে শুরু হবে অধিবেশন। সেই সংসদ ভবনে একাধিক চমক অপেক্ষা করছে সাংসদদের জন্য। মঙ্গলবার অধিবেশনে যোগ দিতে আসা প্রত্যেক সাংসদের জন্য থাকবে বিশেষ উপহারের (Special Gift for MPs) ব্যবস্থা!
গত ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নতুন সংসদ ভবনের (new parliament building) উদ্বোধন করেন। কিন্তু এতদিন সেই ভবনে অধিবেশন হয়নি। বাদল অধিবেশন পুরোটাই হয়েছে পুরনো বিল্ডিংয়ে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনের সূচনাও হয় সেখানেই। কিন্তু ১৯ তারিখ থেকে পাল্টাচ্ছে ঠিকানা।
এমনিতেই সংসদ কর্মচারীদের পোশাক বদল করা হয়েছে। নতুন সংসদ ভবনে নতুন বেশে তাঁদের দেখা যাবে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সংসদের পুরুষ কর্মীদের ইউনিফর্ম হতে চলেছে ক্রিম রঙের শার্ট ও খাকি প্যান্ট। অন্যদিকে মহিলা কর্মীদের জন্য বাছাই করা হয়েছে হাল্কা রঙের শাড়ি। সংসদের দুই কক্ষ রাজ্যসভা এবং লোকসভার মার্শালদের মাথায় মণিপুরি টুপি শোভা পাবে বলেও জানা গিয়েছে।
রবিবার মোদীর জন্মদিনের দিন নতুন সংসদ ভবনে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানেই বিশ্বকর্মা পুজোর আয়োজনও করা হয়েছিল। মঙ্গলবার দুপুর সওয়া দু'টো থেকে রাজ্যসভার অধিবেশন শুরু হবে উচ্চকক্ষে আর সওয়া একটা নাগাদ নিম্নকক্ষে বসবে লোকসভা অধিবেশন।
আরও পড়ুন: মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী, ‘ঐতিহাসিক সিদ্ধান্তের’ ইঙ্গিত মোদীর