শেষ আপডেট: 29th October 2024 18:03
দ্য ওয়াল ব্যুরো: ডিভিসি অতিরিক্ত পরিমাণ জল ছাড়ায় বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে একাধিক জেলায় কৃষকদের ক্ষতি হয়েছিল বলেও দাবি করা হয়। এরপর ঘূর্ণিঝড় দানার প্রকোপেও রাজ্যের একাধিক জেলায় অনেক কৃষকের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সরকার। সেই ক্ষতির পরিমাণ ঠিক কত, তার খতিয়ান দিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
সাংবাদিক বৈঠকে শোভনদেব জানান, জল ছাড়ার কারণ এবং দানার প্রভাব সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যের ৯ লক্ষের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোন জেলায় কতজন কৃষকের ওপর প্রভাব পড়েছে সেই তথ্যও দিয়েছেন তিনি। সেই তথ্যে দেখা যাচ্ছে কোনও কোনও জেলায় ১ লক্ষর বেশি কৃষক ক্ষতির মুখে পড়েছেন রাজ্য়ের বিগত কয়েক সপ্তাহের পরিস্থিতির জন্য।
এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কতজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন -
সোমবার রাত পর্যন্ত যে তথ্য মিলেছে সেই পরিসংখ্যান অনুযায়ী ঝাড়গ্রামে ২৯ হাজার ৯৩৪ জন, হুগলিতে ৭৫ হাজার ২৪৫ জন, বাঁকুড়ায় ২ লক্ষ ১০ হাজার ৫৫৯ জন, পূর্ব মেদিনীপুরে ১ লক্ষ ২৩ হাজার জন, হাওড়ায় ১ হাজার ৭৯৫ জন, পূর্ব বর্ধমানে ১ লক্ষ ৪৪ হাজার ৪৫০ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৮৫ হাজার ৬২৫ জন, উত্তর ২৪ পরগনায় ১৫ হাজার ৯৬০ জন, বীরভূম ২৬ হাজার ৯৭৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ৯ লক্ষ ৩ হাজার ৫৪৩ জন। যদিও এই সংখ্যাটি এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন মন্ত্রী।
রাজ্যের বন্যা পরিস্থিতি এবং দানা পরবর্তী সময়ে জেলাগুলির কতটা ক্ষতি হয়েছে সে সংক্রান্ত ইস্যুতে মঙ্গলবার একটি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, মু্খ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন ক্ষতির টাকা পাওয়ার ক্ষেত্রে কোনও কৃষক যেন বঞ্চিত না হন এটা দেখতে হবে। কারণ রাজ্য সরকার কেন্দ্রের মতো কোনও প্রকল্প করে না। রাজ্যের প্রকল্প সবসময়ে মানবিক দিকটি বজায় রেখেই হয়। শোভনদেব এও জানান, এখনও পর্যন্ত ৬১ লক্ষ ৫৫ হাজার কৃষক ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন।