Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা

বাকযুদ্ধে শোভন রত্না, বিচ্ছেদ মামলায় বদলে গেল বিচারক

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি থেকে সম্পর্ক নিয়ে অতীতে একাধিকবার আদালতে বাক-যুদ্ধে জড়িতে পড়তে দেখা গিয়েছে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায়কে (Ratna Chatterjee)। বুধবারও তার অন্যথা হল না। তবে এবার আর ব্যক্তিগত সমস

বাকযুদ্ধে শোভন রত্না, বিচ্ছেদ মামলায় বদলে গেল বিচারক

শেষ আপডেট: 27 September 2023 09:50

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি থেকে সম্পর্ক নিয়ে অতীতে একাধিকবার আদালতে বাক-যুদ্ধে জড়িতে পড়তে দেখা গিয়েছে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায়কে (Ratna Chatterjee)। বুধবারও তার অন্যথা হল না। তবে এবার আর ব্যক্তিগত সমস্যা নিয়ে নয়, বিচারক বদলকে ঘিরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন বনাম বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না পরস্পরের দিকে আঙুল তুললেন।

গত কয়েকবছর ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শোভন-রত্নার ((Sovan Chatterjee Ratna Chatterjee))। বুধবার ওই মামলার শুনানিতেই বদলে গেল বিচারক। এতদিন মামলা চলছিল অতিরিক্ত জেলা বিচারক (৬) এজলাসে। আদালত সূত্রের খবর, এদিন ওই মামলার সরল জেলা বিচারকের এজলাসে। সূত্রের খবর, তারই জেরে এদিন নতুন করে পরস্পরকে দুষেছেন শোভন রত্না।

বিচারক বদলের কারণ হিসেবে রত্নার দাবি, ‘‘ওর (শোভনের) আইনের উপর আস্থা নেই। তাই এই কোর্ট, ওই কোর্ট করছে।” দু’বছর আগেও শোভন একবার মামলা সরাতে চেয়েছিলেন বলে দাবি করে রত্না বলেন, “তখন তা খারিজ হয়ে গিয়েছিল।’’

‘আমার আইনের উপর পূর্ণ আস্থা রয়েছে’, জানিয়ে শোভনের কটাক্ষ, “যিনি (রত্না) আমার বিরুদ্ধে আইনের প্রতি আস্থা না রাখার অভিযোগ করছেন, তিনি এক বিচারককে গালিগালাজ করে মামলা থেকে সরে যেতে বাধ্য করেছিলেন।’’

প্রসঙ্গত, পাঁচ বছর আগে বাড়ি, সংসার, স্ত্রী, সন্তান ছেড়ে ‘বিশেষ বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নতুন করে পথচলা শুরু করেন শোভন। বৈশাখীর সঙ্গেই তাঁর গোলপার্কের ফ্ল্যাটে থাকেন কলকাতার প্রাক্তন মেয়র। রত্নার হাত থেকে ‘মুক্তি’ চেয়ে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলাও করেন। পাল্টা হিসেবে সেসময় রত্নাকে বলতে শোনা গিয়েছিল, “দৌড় করাব, তবু ডিভোর্স দেব না।’’ গত কয়েক বছরে বিবাহ বিচ্ছেদের মামলাকে ঘিরে বারে বারে জনসমক্ষে এসেছে শোভন রত্নার ব্যক্তিগত জীবন।

আরও পড়ুন: ‘প্রভাবশালী’ পার্থর জামিন খারিজ করে জরিমানার নির্দেশ আদালতের, 'মনমরা' প্রাক্তন শিক্ষামন্ত্রী


ভিডিও স্টোরি