শেষ আপডেট: 16th March 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: মার্চের সবে ১৬ তারিখ। এখনই গরমে হাসফাঁস দক্ষিণবঙ্গের মানুষজন। পশ্চিমের অবস্থাও একই রকম। এই পরিস্থিতিতে রবিবার খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। নতুন সপ্তাহের মাঝেই ঝেঁপে বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাপমাত্রায় হেরফের হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে সেই সময়ে।
২০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। ২১ ও ২২ তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তাপমাত্রার খানিকটা হেরফের হতে পারে কয়েকটি জেলায়।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও মালদহে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে।
এদিকে পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় তাপপ্রবাহ জারি থাকবে। সঙ্গে থাকতে পারে আদ্রতাজনিত অস্বস্তি। এই জেলাগুলিতে আগামী দু'দিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। হিট ওয়েভ থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমেও। গরম বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদনীপুরে।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু'দিনের পর থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা নামতে শুরু করবে। তবে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।