শেষ আপডেট: 17th July 2023 18:31
দ্য ওয়াল ব্যুরো: সিএবিতে (CAB) সোমবার টানা আড়াই ঘণ্টা বৈঠক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মহারাজ বাংলা ক্রিকেটের কোনও পদে নেই। এমনকী বোর্ডেরও কোনও পদে নেই সৌরভ। অথচ তিনি কেন বাংলার ক্রিকেট কর্তাদের সঙ্গে সভা করলেন, সেই নিয়ে আগ্রহ রয়েছে। এদিনের বৈঠকে অবশ্য সিএবি সভাপতি তথা মহারাজের দাদা স্নেহাশিস (Snehasish Ganguly) ছিলেন না।
মনে করা হচ্ছে বিশ্বকাপের টিকিটের দাম ঠিক হয়নি। তাছাড়া বিভিন্ন রকম দাম করা হয়েছে এই নিয়ে মতবিরোধ রয়েছে বাংলা ক্রিকেটে। সেই নিয়ে বিতর্ক মেটাতে আসরে নেমেছেন প্রাক্তন বোর্ড সভাপতি।
সৌরভ পদে না থাকলেও তাঁর যে বিশেষ গুরুত্ব রয়েছে সেটি বলাই বাহুল্য। বিশ্বকাপের জন্য সিএবি একটি বিশেষ কমিটি গড়বে সেই কমিটির চেয়ারম্যান করা হতে পারে সৌরভকে। তারই প্রাথমিক সভা হল সেটাও মনে করা হচ্ছে।
স্নেহাশিসের প্রশাসন চালানো নিয়েও বির্তক রয়েছে। সিএবির অন্দরে কান পাতলেই শোনা যায়, স্নেহাশিস নাকি একটি বিশেষ পক্ষকে সুবিধা পাইয়ে দিচ্ছেন। এমনও অভিযোগ সৌরভের ঘনিষ্ঠ প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাসকে সিএবিতে ব্যবহার করা হচ্ছে না বলেও অভিযোগ। সৌরভ সবটাই শুনেছেন। এই ব্যাপার নিয়ে সিএবির অন্যান্য কর্তাদের সঙ্গেও সৌরভ আলোচনা করেছেন বলে খবর।