শেষ আপডেট: 10th June 2023 01:05
রাহানের প্রশংসায় সৌরভ, এমন কামব্যাক সত্যিই কঠিন
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে অনেক প্রত্যাবর্তনের গল্প রয়েছে। খারাপ পারফরম্যান্স করে ছিটকে গেছেন, পরে আবার কঠিন লড়াই করে ফিরে এসে নিজেকে প্রমাণ করেছেন। ভারতীয় ক্রিকেটেও এমন উদাহরণ আছে অনেক। তবে সেই তালিকায় প্রথমদিকেই নাম থাকবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবারের পর আরও একটি নাম সেই তালিকায় যোগ হল। তিনি অজিঙ্কা রাহানে। কামব্যাক পারফরম্যান্স কাকে বলে, সেটাই ওভালের মাটিতে দেখিয়েছেন তিনি। সেই রাহানেকে প্রশংসায় ভরিয়ে দিলেন সৌরভ।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে ভারত। অস্ট্রেলিয়ার বিশাল রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ টপ অর্ডার। পরপর উইকেট খুইয়ে ধুঁকতে থাকা ভারতকে অক্সিজেন জুগিয়েছেন রাহানে ও শার্দূল ঠাকুর। দু'জনের ব্যাটের ওপর ভর করে কিছুটা ভদ্রস্থ জায়গায় রয়েছেন রোহিত শর্মারা।
তারপরই আলোচনায় চলে এসেছেন রাহানে। দীর্ঘ ১৮ মাস পরে জাতীয় ফলে ফিরেছেন তিনি। প্রত্যাবর্তন করেই বাজিমাত করেন রাহানে। এবারের আইপিএলেও নজর কেড়েছেন তিনি। তারপর টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনিই ভারতের ভরসা।
রাহানের ইনিংস নিয়ে প্রশংসার পঞ্চমুখ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্যকার রয়েছেন সৌরভ। সেখানে বসেই রাহানের ইনিংস দেখে উল্লসিত হয়ে ওঠেন তিনি। বলেন, 'রাহানে ১৮ মাস টেস্ট ক্রিকেটের বাইরে ছিল, অনেকে ওর কেরিয়ার শেষ ধরে নিয়েছিল ও নিজেও হয়ত সেটা মনে করেছিল। ভারতীয় ক্রিকেটে একজন ব্যাটার হিসেবে কামব্যাক করাটা সহজ নয়।'
তিনি আরও বলেন, 'আমি মনে করি ও বাকিদের থেকে আলাদা। অতীতে অনেক কামব্যাক হয়েছে, তবে ওর মত এত লম্বা সময় পর কেউ কামব্যাক করেনি। অপর প্রান্ত থেকে যখন উইকেট পড়ছিল সেই সময় ও একপ্রান্ত থেকে দলকে টেনে তুলছিলেন।’
সৌরভের কথা বললেই মনে পড়ে যায় গ্রেগ চ্যাপেলের সঙ্গে তাঁর ঝামেলার গল্প। একসময় ভারতীয় দলের অধিনায়ক বাদ পড়েন দল থেকে। কিন্তু থেমে যাননি 'প্রিন্স অফ ক্যালকাটা'! ফিরে এসেছিলেন জাতীয় দলে। প্রমাণ করেছিলেন, তাঁকে বাদ দেওয়া ভুল ছিল। সেটাই প্রমাণ করলেন রাহানেও।
ডায়মন্ড লিগে নজর কাড়লেন মুরলী! নীরজ-বিকাশের পর পদক এল ভারতে