শেষ আপডেট: 18th June 2023 17:43
দ্য ওয়াল ব্যুরো: আইসিসি ট্রফিতে খরা চলছে ভারতের। শেষ ২০১৩ সালে এম এস ধোনির অধিনায়কত্বে ভারতীয় দল জিতেছিল টি ২০ বিশ্বকাপ। তারপর থেকে বারবার দলের ব্যর্থতা। সেই নিয়ে নানা সুলুকসন্ধান চলছে।
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, রোহিতদের এই দলের মধ্যে আক্রমণাত্মক ও মরিয়া ভাব রয়েছে। কিন্তু বিদেশের মাঠে খেলতে গেলে শুরুতেই দলকে বড় রান করতে হবে। সেটিতেই বারবার ব্যর্থ হচ্ছে দল। ২৫০-৩০০ রান করে ম্যাচ জেতা যাবে না।
সৌরভ অতীতের দৃষ্টান্ত দেখিয়ে বলেছেন, খেয়াল করে দেখবেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে পাঁচ-ছয় বছর দেখেন, ভারতের ব্যাটিং বড়-বড় ভেন্যুতে ৫০০-৬০০ রান করেছে, সেটা সিডনি, ব্রিসবেন, হেডিংলি, নটিংহাম, ওভাল হোক না কেন। এমনকি পেশোয়ার, ইসলামাবাদ বা লাহোর সব মাঠেই এটা করতে পেরেছিল। যে কারণে বিপক্ষকে চাপে ফেলতে পেরেছে।
আইসিসি ট্রফিতে ভারতকে সাফল্য পেতে হলে সৌরভ মনে করেন, শুরুতেই বিপক্ষ দলের ওপর চারশো রানের বোঝা চাপিয়ে দাও। কিংবা প্রথমে বোলিং করলে ১৫ ওভারের মধ্যে চারটি উইকেট তুলে নিতে হবে। মহারাজের বক্তব্য, আমি রোহিতদের দলের পাশে রয়েছি। এই দলের আত্মবিশ্বাস নেই, আমি একবারও বলব না। কারণ ২০২১ সালে ইংল্যান্ডের মাঠে ও ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাঠে জিতেছিল এই দলই। শেষদিন ঋষভ দলকে জিতিয়েছিল।