তৃণমূল নেতাকে প্রণাম করে আশীর্বাদ নিলেন সৌমিত্র
শেষ আপডেট: 18 June 2024 07:15
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ভোটে জেতার পরেই দরাজ গলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন। সে ঘটনায় অন্য ইঙ্গিত পেয়েছিলেন রাজনৈতিক মহলের অনেকেই। এবার এলাকার দাপুটে তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীকে পা ছুঁয়ে প্রণাম করতেই সৌমিত্র খাঁকে ঘিরে জল্পনা তুঙ্গে উঠল। তিনি নিজে অবশ্য বিষয়টিকে সৌজন্য বলেই দাবি করেছেন।
সৌমিত্র খাঁ রাজ্য রাজনীতিতে বরাবরই এক বিতর্কিত চরিত্র। ২০১১ সালে কংগ্রেসের টিকিটে কোতুলপুর বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হন সৌমিত্র। দু'বছর যেতে না যেতেই ২০১৩ সালে যোগ দেন তৃণমূলে। বিধায়ক হিসাবে মেয়াদ শেষের আগেই ২০১৪ সালে তৃণমূলের টিকিটে জিতে বিষ্ণুপুরের সাংসদ হন। সেবারও মেয়াদ শেষের আগেই দলবদল করেন তিনি। ২০১৯ এর লোকসভা নির্বাচনের ঠিক আগে দলবদল করে বিজেপির প্রার্থী হন। ২০১৯ এ বিজেপির টিকিটে জয়ী হয়ে দ্বিতীয় বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র খাঁ। ২০২৪ এর লোকসভা নির্বাচনেও নিজের প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন।
নির্বাচনে জয়লাভ করার পরেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গালভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খাঁর গলায়। একইসঙ্গে নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে। তার জেরেই সৌমিত্র খাঁর ফের শিবির বদলের জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। সোমবার তিনি নিজেই সেই জল্পনা উস্কে দিলেন তৃণমূল নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করে।
সোমবার রতনপুরে গিয়েছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। ফেরার সময় রাস্তায় তৃণমূলের প্রাক্তন রাজ্য নেতা বর্তমানে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত ভবতারণ চক্রবর্তীকে দেখতে পেয়েই তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। এই ছবি সামনে আসতেই নানা কথা শুরু হয়। সাংসদ নিজে অবশ্য বিষয়টিকে ততটা গুরুত্ব দিতে রাজি নন। প্রসঙ্গ উঠতেই সাংসদ বলেন, "রাজনীতিক মতাদর্শ আলাদা থাকতে পারে, কিন্তু আমি সবসময় সৌজন্যে বিশ্বাসী। একসময়ে ওঁর সঙ্গে রাজনীতি করেছি। উনি আমার সিনিয়র লিডার ছিলেন। অনেকদিন পর দেখা হয়েছে। সৌজন্য তো দেখাতেই হবে।"
প্রভাবশালী তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীও এর মধ্যে রাজনীতি রয়েছে বলে মনে করেন না। তাঁর কথায়, "একসঙ্গে অনেকদিন দল করেছি। আমি ওর থেকে বয়সে বড়। তাই দেখা হওয়ার পর পা ছুঁয়ে প্রণাম করেছে। আমিও আশীর্বাদ করেছি।"
তবে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সম্পাদক অলোক মুখোপাধ্যায় একে নেহাত সৌজন্য বলতে নারাজ। তাঁর কথায়,"সৌমিত্র খাঁ কেন্দ্রে মন্ত্রীত্ব পাননি। না পাওয়ার জ্বালাতেই তৃণমূলের সঙ্গে মাখামাখি করছে। এটা পাল্টা চাপের রাজনীতি। আগে দু'বেলা তৃণমূলকে গালাগালি করেছে। এখন অন্য আচরণ করছে। ও আমাদের দলে আবার ফিরে আসবে কিনা তা সময়ই বলবে।" তবে একটা প্রণাম কিন্তু অনেক প্রশ্ন তুলল জেলা রাজনীতিতে।