শেষ আপডেট: 1st September 2022 16:29
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর (Sonia Gandhi) মা পাওলো মাইনোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। কংগ্রেস সভানেত্রীকে গভীর সমবেদনা জানিয়ে চিঠি লিখেছেন হাসিনা। বাংলাদেশ সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনিয়া গান্ধী এবং তাঁর পরিবারের সদস্য যাঁরা তাঁদের প্রিয়তম আত্মীয়কে হারিয়েছেন প্রধানমন্ত্রী তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার সাহস ও দৃঢ়তা দান করার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেছেন।
প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর হাসিনা ভারতে আসছেন। ওই দিন তিনি তিনদিনের সফরে নয়াদিল্লি পৌঁছবেন। সনিয়া বর্তমানে ইতালিকে রয়েছেন। হাসিনা ৭ তারিখ পর্যন্ত ভারতে থাকবেন। সনিয়া ততদিনে নয়াদিল্লি ফিরবেন কি না, এখনও স্পষ্ট নয়। তবে তিনি দিল্লিতে হাজির থাকলেও হাসিনার সফর সূচিতে এখনও পর্যন্ত কংগ্রেস সভানেত্রীর সঙ্গে সাক্ষাতের উল্লেখ নেই।
সনিয়াকে লেখা চিঠিতে শেখ হাসিনা বলেছেন, ‘আমি বলতে পারি যে বাবা-মায়ের মৃত্যু আমাদের হৃদয়ে একটি স্থায়ী শূন্যতা তৈরি করে। যা অন্য কেউ পূরণ করতে পারে না। এই ট্র্যাজেডিকে মেনে নিয়েই আমাদের চলতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, ম্যাডাম মাইনো যে মূল্যবোধ, স্নেহ, ভালবাসা শিখিয়েছেন এবং উত্তরাধিকার রেখে গেছেন, তা আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য অনুপ্রেরণা এবং শক্তির উৎস হবে এবং আগামী দিনে আপনাকে এগিয়ে নিয়ে যাবে।’
‘বললেই হয়, রাজ্য থেকে মুসলমানরা চলে যাক’, যোগীকে খোঁচা ওয়েইসির