শেষ আপডেট: 19th July 2023 10:43
দ্য ওয়াল ব্যুরো: 'চাপের মুখে মা যেন আরও উজ্জ্বল (Grace Under Pressure) হয়ে ওঠেন!' বিমানে সনিয়া গান্ধীর (Sonia Gandhi) ছবি ইনস্টায় পোস্ট করে এমনটাই ক্যাপশন করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।
তবে কোনও সাধারণ বিমানে বসা ছবি নয় এটি। গতকাল, মঙ্গলবারই বেঙ্গালুরু থেকে দিল্লি যাওয়ার পথে প্রযুক্তিগত ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে হয় সনিয়া-রাহুলের চার্টার্ড বিমানকে। ঠিক সেইসময় যে উদ্বেগের মুহূর্ত তৈরি হয়েছিল, সে সময়েই ৭৬ বছর বয়সি কংগ্রেস নেত্রীর ছবিটি তুলেছেন রাহুল। তার পর তা পোস্ট করেছেন, অনন্য এক প্রশংসা সহযোগে।
ছবিতে দেখা গেছে, অক্সিজেন মাস্ক পরা অবস্থায় বিমানে বসে আছেন সনিয়া। পায়ের উপর পা ক্রস করে রেখেছেন, হাত দু'টি কোলের কাছে জড়ো করা। চেক চেক শাড়ির উপরে একটা চাদর আলতো জড়ানো গায়ে, সামনের দিকে চেয়ে আছেন স্থির চোখে। না আছে কোনও ভয়, সংশয়, দুশ্চিন্তা। এই ছবিতেই সাহস ও শক্তির ছাপ খুঁজে পেয়েছেন রাহুল, সে কথাই বলেছেন তাঁর পোস্টে।
ইনস্টায় ছবিটি পোস্ট করার পরেই তা ভাইরাল হয়ে যায়, কয়েক লক্ষ মানুষ লাইক করেন সেটি। কমেন্টেও ভেসে যায় সোশ্যাল মিডিয়া।
গতকাল বেঙ্গালুরুতে সমস্ত বিরোধী দলের দ্বিতীয় পর্যায়ের বৈঠক সেরে দিল্লি ফিরছিলেন সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। সন্ধে সাড়ে সাতটা নাগাদ আচমকাই খারাপ আবহাওয়ার কারণে তাঁদের বিমান জরুরি অবতরণ করে মধ্যপ্রদেশের ভোপালে। জানা গেছে, বিমানের চালক জরুরি অবতরণের জন্য অনুমতি চেয়েছিলেন সনিয়াদের। এর পরে রাত ৯.৩০ নাগাদ ভোপাল থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিশেষ বিমানের ব্যবস্থা করা হয় সনিয়া এবং রাহুলের জন্য। সেই বিমানে চড়ে রাতেই দিল্লি পৌঁছন মা ও ছেলে।
বিনা ভিসায় আরও বেশি দেশ ঘোরা যাবে এবার! ভারতীয় পাসপোর্ট আরও শক্তিশালী হল