শেষ আপডেট: 3rd September 2023 06:52
দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগেই মুম্বইয়ের 'ইন্ডিয়া' জোটের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেই বৈঠক সেরে দিল্লি ফিরেই অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)।
সংবাদমাধ্যম সূত্রে খবর, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসনকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর হয়েছে সনিয়ার। কিন্তু কোনও ঝুঁকি না নিয়েই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi has been admitted to Delhi's Sir Gangaram Hospital with symptoms of mild fever. She is under doctors' observation and is currently stable: Sources pic.twitter.com/9uuZz8n4ra
— ANI (@ANI) September 3, 2023
এমনিতেই করোনা পর্বে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চলতি বছরে এর আগে দু'বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া। জানুয়ারি মাসে ভাইরাল ইনফেকশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপর গত মার্চ মাসে ব্রঙ্কাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সনিয়া। কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তাঁকে ছাড়া হয়েছিল।
সনিয়ার দু’বার কোভিড হয়েছিল। তাছাড়া ৭৬ বছর বয়সি এই নেত্রীর বয়সজনিত অন্য অসুস্থতাও রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সনিয়ার শরীরে মৃদু জ্বর রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে কিছু পরীক্ষাও করা হতে পারে। তবে সনিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন: চন্দ্রযান: সনিয়ার চিঠি ইসরো প্রধানকে, স্মরণ করালেন, সাফল্যে অতীতের অবদান