শেষ আপডেট: 14th March 2025 12:44
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (recruitment corruption case) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) চাপ আরও বাড়ল! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, নিয়োগ মামলায় পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য।
সূত্রের দাবি, ইতিমধ্যে আদালত কল্যাণময়ের আবেদন গ্রহণও করেছে। শীঘ্রই তিনি রাজসাক্ষী হিসেবে আদালতে গোপন জবানবন্দী দেবেন।
ইতিমধ্যে মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ-সহ নিয়োগ দুর্নীতি মামলার একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন। ইড়ির মামলা থেকে জামিন পেলেও সিবিআইয়ের মামলার কারণে এখনও জেলবন্দি পার্থ। সম্প্রতি সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তারই মধ্যে তাঁর জামাইযের রাজসাক্ষীর বিষয়টি সামনে আসায় জামিন তো দূরস্ত পার্থর চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।
ইডি সূত্রের দাবি, রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে নিঃশর্ত মুক্তির আবেদন জানিয়েছেন কল্যাণময়।
২০২২ সালের ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। এর ঠিক এক মাসের মাথায় অর্থাৎ ২৩ অগস্ট তাঁর জামাই কল্যাণময়কে সমন পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দু' দু'বার তলবের পর ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন মুলুক থেকে কলকাতায় এসে হাজির দিয়েছিলেন কল্যাণময়।
নিয়োগ দুর্নীতির সঙ্গে কীভাবে জড়াল পার্থর জামাইয়ের নাম?
পার্থর জামাই কল্যাণময় বেশ কয়েকবছর হল আমেরিকায় থাকেন। জানা যায়, সেখানে টেক্সটাইলের ব্যবসা রয়েছে তাঁর। ইডি-র চার্জশিটে লেখা হয়েছে, পিংলায় পার্থ চট্টোপাধ্যায়েরপ্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে যে ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে সেখানে নগদ ১৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল। সেই স্কুলের অন্যতম ডিরেক্টর কল্যাণময়। সেই সূত্রেই নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে কল্যাণময়ের নাম।
পিংলায় কল্যাণময়ের মামার বাড়ি। তাঁর দুই মামা এই স্কুলের যাবতীয় কাজকর্মের তদারকি করতেন। সেখানে মাঝেমাঝে যেতেন পার্থও। স্কুলের ভিতর আলাদা করে বিলাসবহুল কটেজ রয়েছে। সেখানে কয়েকবার রাতও কাটিয়েছিলেন পার্থ। এবার এই সংক্রান্ত বিষয়ে আদালতের কাছে রাজসাক্ষী হতে চলেছে পার্থর জামাই। তবে এ ব্যাপারে পার্থ-কন্যা সোহিনীর কী মত, তা জানা যায়নি।