শেষ আপডেট: 7th January 2024 22:08
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ঘটনা নিয়ে একের পর এক তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে তলব করে রিপোর্ট চাওয়া হয়েছিল। শনিবার সন্ধেয় রাজভবন সূত্রে জানা গেছে, রাজভবনের শান্তি কক্ষে কিছু অভিযোগ জমা পড়েছে। সেখানে দাবি করা হয়েছে শেখ শাহজাহানকে পালাতে সাহায্য করছে তৃণমূলের কিছু প্রভাবশালী নেতা। এমনকী কিছু পুলিশ অফিসারও নাকি এ কাজে জড়িত। তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।
রাজভবন সূত্রে বলা হয়েছে, শেখ শাহজাহানকে পালিয়ে যেতে সাহায্য করা হচ্ছে। আরও দাবি যে যারা পালাতে সাহায্য করছে তাদের সঙ্গে জঙ্গিদের যোগসূত্র আছে। পুলিশ প্রধানকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে শুক্রবার আক্রান্ত হয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিন আধিকারিক এখন হাসপাতালে চিকিৎসাধীন। এরই মাঝে এই ঘটনা নিয়ে বিবৃতি প্রকাশ করেছে ইডি। বাংলায় নিযুক্ত ইডি আধিকাকরা ঘটনা প্রসঙ্গে দু'টি রিপোর্ট তৈরি করেছেন। এই জোড়া রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে। ইডির একটি সূত্রের দাবি, ঘটনার সময় বাড়িতেই ছিলেন শাহজাহান। কিন্তু তার পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। তদন্তকারীদের অনুমান, তিনি বাংলাদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন। ইতিমধ্যেই আইবি (ইন্টেলিজেন্স ব্যুরো) এবং বিএসএফ (সীমান্ত রক্ষী বাহিনী)-এর সাহায্য চাওয়া হয়েছে বলে খবর ইডি সূত্রে খবর।
ইডি সূত্রে খবর, আইবি ও বিএসএফকে সতর্ক থাকতে বলার পাশাপাশি শাহজাহানের বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিস। ‘এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া’কে বিষয়টি জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকেও সজাগ থাকতে বলা হয়েছে। ইডির গোয়েন্দারা এও সন্দেহ করছেন যে শাহজাহান বাংলাদেশ বা মায়ানমারে পালিয়ে যেতে পারেন বা পালানোর চেষ্টা করতে পারেন। সেই কারণেই এই লুক আউট জারি করা হয়েছে।