কারা দফতর সূত্রের খবর, বিদ্যুতের পরিবর্তে সৌর বিদ্যুৎ শক্তি ব্যবহারের ফলে বর্তমানে আলিপুর সংশোধনাগারে ইলেকট্রিক খরচ অনেকখানি কমেছে।
শেষ আপডেট: 13 June 2025 07:07
দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুতের বিল বাঁচাতে এবার বড় উদ্যোগ নিল আলিপুর মহিলা সংশোধনাগার। সংশোধনাগারের ভেতরে থাকা ফ্যান, টিভি, সহ ইলেকট্রনিক্স সরঞ্জামের জন্য এবার থেকে ইলেকট্রিকের পরিবর্তে সৌরশক্তির ব্যবহার শুরু করল কর্তৃপক্ষ।
সূত্রের দাবি, আলিপুর সংশোধনাগারে মাসে প্রায় কয়েক লক্ষ টাকা বিদ্যুতের বিল আসছিল। কীভাবে খরচ কমানো যায় তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছিল কর্তৃপক্ষ। তারই ফল রাজ্যের বুকে প্রথম এই কোন সংশোধনাগারে চালু হল সৌরশক্তির ব্যবহার।
কারা দফতর সূত্রের খবর, বিদ্যুতের পরিবর্তে সৌর বিদ্যুৎ শক্তি ব্যবহারের ফলে বর্তমানে আলিপুর সংশোধনাগারে ইলেকট্রিক খরচ অনেকখানি কমেছে।
দফতরের এক আধিকারিক জানান, "পরীক্ষামূলকভাবে আলিপুর মহিলা সংশোধনাগারে সৌর বিদ্যুৎ এর ব্যবহার চালু করা হয়েছে। তাতে হাতে কলমে সুফলও মিলছে। ফলে অদূর ভবিষ্যতে রাজ্যের বাকি সংশোধনাগারগুলিতেও বিদ্যুতের পরিবর্তে সৌরশক্তি ব্যবহারে জোর দেওয়া হবে।"
রাজ্যের অন্যতম প্রাচীন এই সংশোধনাগারে মহিলা আবাসিকদের সংখ্যা প্রায় হাজার খানেক। এছাড়াও সংশোধনাগার ক্যাম্পাসে কারারক্ষী থেকে শুরু করে কারা আধিকারিকদেরও অনেকে থাকেন।
সংশোধনাগারের নিরাপত্তার স্বার্থে সিসিটিভি-সহ একাধিক উন্নতমানের বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে। আছে অত্যাধুনিক জ্যামারও। আর এসবের কারণে প্রতিদিন প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। সেই খরচে লাগাম টানতেই এবার বিদ্যুতের পরিবর্তে সৌর শক্তির উপর জোর দিল কারা দফতর।
ইতিমধ্যে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে আলিপুর মহিলা সংশোধনাগারে সৌর বিদ্যুৎ শক্তির যাবতীয় ইনস্টলেশন করানো হয়েছে। কীভাবে সেগুলি রক্ষণাবেক্ষণ করা হবে, সংশোধনাগারের বন্দি আবাসিকদের সেই প্রশিক্ষণও দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণও দায়িত্বও সামলাচ্ছেন তারাই।
কারা দফতর সূত্রের খবর, আগামী দিনে রাজ্যের অন্যান্য সংশোধনাগারে এই পদ্ধতি কাজে লাগানো হতে পারে।