শেষ আপডেট: 26th October 2022 07:33
চিড়িয়াখানায় কেক কেটে বাবুর জন্মদিন পালন, হাজির দিদি সোহিনীও
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সাতসকালে আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) হাজির অভিনেতা সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta), সপ্তর্ষি মৌলিক, স্বস্তিকা মুখোপাধ্যায় ও মীর আফসার আলি। ধুমধাম করে পালন হল 'বাবু'র (Babu) ৩৪তম জন্মদিন। কেক কেটে, টুপি পরিয়ে চিড়িয়াখানার কর্মী থেকে শুরু করে নামীদামি তারকা- সকলেই সেলিব্রেশনে মাতলেন।
না, এই 'বাবু' তেমন প্রভাবশালী কেউ নন। তবে সে চিড়িয়াখানার সেলেব্রিটি। আট থেকে আশি-সকলের প্রিয় বাবু আসলে একটি শিম্পাঞ্জি (chimpanzee)। আজ সে পা দিল ৩৪ বছরে। সেই উপলক্ষেই জমজমাট অনুষ্ঠানের আয়োজন হয়েছিল আলিপুর চিড়িয়াখানায়। আগে থেকে সকলকে নিমন্ত্রণও করে রাখা হয়েছিল। তাই জন্মদিনের সকালে আলিপুর চিড়িয়াখানায় 'বাবু'র ঘাঁটির সামনে বেশ ভালই ভিড় ছিল।
আর সেই ভিড়েই সাধারণের সঙ্গে মিশে গিয়েছিলেন 'বাবু'কে দত্তক নেওয়া অভিনেতা সোহিনী সেনগুপ্ত। তিনি ওর দিদি। ছিলেন সোহিনীর স্বামী তথা অভিনেতা সপ্তর্ষি মৌলিকও। এসেছিলেন মীর-স্বস্তিকাও। এদিন মীরের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, 'বাবু'কে ঘিরে সেখানে সকলের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আর এত ভিড় দেখে 'বাবু'ও তখন খুশিতে ডগমগ। আনন্দে কারও দিকে ছুঁড়ে মারল মাটি তো কোনওদিকে আবার তরমুজের টুকরো।
১৯৯৮ সালে চেন্নাইয়ের আরিগনার অন্না জুলজিক্যাল পার্ক থেকে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল তাকে। তারপর থেকে কলকাতাতেই বাবুর বাস। এদিন তার জন্মদিন উপলক্ষে আনা হয়েছিল দু-দু’টি সুন্দর কেক। সেগুলি কেটেই হয় সেলিব্রেশন। এদিকে এমন বিশেষ দিনে বাবুর পাশে থাকতে পেরে বেজায় খুশি স্বস্তিকা ও মীর। এমন একটি উদ্যোগের জন্য আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আশিস সামন্তকে ধন্যবাদও জানান তাঁরা।
মীর বলেন, 'যখন লকডাউনের সময় দীর্ঘদিন মানুষের সঙ্গে দেখাসাক্ষাৎ হয়নি বাবুর তখন ওর ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। তখন চিড়িয়াখানার কর্মীরাই ওর মনোরঞ্জনের ব্যবস্থা করেছিল। সকলের পরিচর্যাতেই বাবুর বেড়ে ওঠা। আর আজ তার ৩৪তম জন্মদিন হয়ে গেল। যদিও বাবু এখনও সিঙ্গেল। ওর জন্য এবার হয়ত ভালবাসার কাউকে খুঁজতে হবে আমাদেরই।'
বাবুর জন্মদিনে যেতেই হবে চিড়িয়াখানায়, নিজেই চিঠি লিখে নিমন্ত্রণ করেছে সে