শেষ আপডেট: 31st August 2024 12:39
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারই 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এ প্রসঙ্গে তৃণমূলপন্থী সেলিব্রিটিদের নিশানা করে কুণাল লিখেছিলেন, 'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?'
এবার কুণালের পাশে দাঁড়িয়ে এ ব্যাপারে প্রশ্ন তুললেন অভিনেতা সোহম চক্রবর্তীও। সোহম তৃণমূলের বিধায়কও। বাংলার ভাবমূর্তি নষ্ট করতেই 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' তৈরি করা হয়েছে বলেও সোশ্যাল মাধ্যমে অভিযোগ করেছেন সোহম।
সোহমের কথায়, "অন্যায়ের প্রতিবাদ সবসময়ই হওয়া উচিৎ। আমরাও চাই অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। কিন্তু কোনও কারণ ছাড়াই কিছু মুষ্টিমেয় মানুষ নিজেদের বা নিদির্ষ্ট কোনও দলের স্বার্থের জন্য আমাদের বাংলাকে কালিমালিপ্ত করতে চাইছে বা করার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন খারাপ লাগে বৈকি।"
দীর্ঘ পোস্টে সোহমের আরও অভিযোগ, সিনেমাটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাধারণ মানুষকে ভুল দিকে চালনা করতে চাইছে সেটা সবাই বুঝতে পারে।
নেট নাগরিকদের উদ্দেশে সোহম এও দাবি করেছেন, "বিগত কয়েকবছরে বেশ কিছু হিন্দি ছায়াছবির উদ্দেশ্য বিনোদন বা শিক্ষা প্রদান করা নয়, মানুষের মনে হিংসে, বিদ্বেষ আর ভুল তথ্য ছড়ানো, যেটা এই মাধ্যমকে নিজেদের স্বার্থে ভুলভাবে ব্যবহার করা। তাই এই ধরণের কাজকে মন থেকে সাপোর্ট সত্যিই করতে পারছি না, কারণ দিনের শেষে আমার রাজ্যটাকে যেভাবে দেখানো হচ্ছে আদৌ সেরকম যে নয় সেটা তারাও ভালোভাবে জানে।"
প্রসঙ্গত, 'ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল' সিনেমাটি এখন চর্চার কেন্দ্রতে। অভিযোগ তোলা হয়েছে, এই সিনেমায় বাংলা তথা বাঙালিদের নিয়ে কুৎসা করা হয়েছে। আরজি কাণ্ডের মাঝেই এই ছবি মুক্তি ঘিরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন রাজীব কুমার ঝা। কিন্তু আদালতে ছবি মুক্তি বন্ধের কোনও নির্দেশ দেয়নি। এই বিষয়টি নিয়ে শুক্রবারই কুণাল টলি পাড়ার একাধিক শিল্পীদের তুলোধনা করেছিলেন। আরজি কর নিয়ে গান বাঁধার জন্য কটাক্ষ করেছিলেন গায়ক অরিজিৎ সিংকে। এবার পাশে পেলেন সোহমকে। তবে সোহম নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি।