শেষ আপডেট: 24th September 2024 20:19
দ্য ওয়াল ব্যুরো: পাচারের নয়া ধরন দেখে শিউড়ে উঠছেন পুলিশের কর্তারা! ফিল্টার কফির বোতলের ঢাকনায় সিমকার্ড লুকিয়ে পাচার করা হচ্ছিল কম্বোডিয়ায়!
রাজ্যের বিভিন্ন ব্যক্তির আধার কার্ড নম্বর-সহ ভুয়ো নথি হাতিয়ে তারই ভিত্তিতে অ্যাক্টিভ করা সিমগুলি পাচার করা হচ্ছিল। গোপন সূত্রের খবর পেয়ে সোমবার রাতে হেয়ার স্ট্রিট থানা এলাকার এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জেরা করে দক্ষিণ ২৪ পরগনার পঞ্চসায়ার এবং বিষ্ণুপুর এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতরা হল- বাবাই রায়, মানস দেশী, রাজু সরদার এবং বিধান চন্দ্র নস্কর। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত সীমগুলি পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়েছে পুলিশ। এদিন ধৃতদের আদালতে তোলা হলে এক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।
পুলিশ সূত্রের খবর, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আধার কার্ড নম্বর-সহ ভুয়ো নথি হাতিয়ে সিমকার্ড তুলে সেগুলি অ্যাক্টিভ করে মোটা টাকার বিনিময়ে কম্বোডিয়ায় পাচার করতো। এজন্য ফিল্টার কফির বোতলের ঢাকনাকে ব্যবহার করে তার মধ্যে সীমকার্ডগুলিকে ভরে পাচার করতো।