শেষ আপডেট: 9th August 2023 12:31
দ্য ওয়াল ব্যুরো: সাংসদ পদ ফিরে পাওয়ার পরে আজ, বুধবার প্রথম লোকসভায় অনাস্থা প্রস্তাবের পক্ষে বক্তব্য করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। যথারীতি, বিতর্ক পিছু ছাড়ল না এদিনও। আজ বক্তৃতা শেষ করেই সংসদ ছেড়ে বেরোনোর সময়ে দেখা যায়, বিজেপি সাংসদদের উদ্দেশে একটি ‘ফ্লাইং কিস’ (Flying Kiss in Parliament) ছুড়ে দেন তিনি।
ব্যস, এই নিয়েই মহা খেপে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। রাহুলের বক্তব্যের জবাব দিতে গিয়ে, স্মৃতি ইরানি 'সংসদে চুমু'র অভিযোগ তুলে দাবি করেন, দেশের সংসদে এই ধরণের আচরণ আগে কখনও দেখা যায়নি। শুধু তাই নয়, এমন আচরণ রাহুল গান্ধী ‘নারীবিদ্বেষী’ মনোভাবের পরিচয় বলেও আক্রমণ করেন তিনি।
তবে, স্মৃতি ইরানির এই অভিযোগ অবশ্য এই প্রথম নয়। অনেকেরই মনে আছে, এর আগেও রাহুল গান্ধী ‘চোখ মেরেছিলেন’ সংসদে বসেই। সেটা ২০১৮ সাল। আর এক অনাস্থা প্রস্তাব বিতর্ক চলছিল। সে সময়েই আচমকা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেছিলেন এবং তারপর সতীর্থ সাংসদদের দিকে মুচকি হেসে চোখ টিপেছিলেন। তাঁর সেই 'চোখ মারা'র ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায় সেবার।
এবার অবশ্য ফ্লাইং কিসের বিষয়টি সংসদের টিভিতে সম্প্রচারিত হয়নি। সিসিটিভি ফুটেজও রয়েছে কিনা, তা নিশ্চিত নয়। যদিও স্মৃতির অভিযোগেই শেষ হয়নি এই 'চুমু পর্ব'। এর পরে বিজেপির মহিলা সাংসদেরা সদলবলে লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে যান এবং তাঁর কাছে আলাদা করে অভিযোগ করেন রাহুলের বিরুদ্ধে।
সংসদ সূত্রে জানা গেছে, বক্তৃতা শেষ করে বেরোনোর সময়ে রাহুলের কিছু কাগজপত্র হাত থেকে পড়ে যায়। তাই দেখে হাসাহাসি করেন সরকার পক্ষের লোকজন। তখনই নাকি রাহুল কাগজগুলো কুড়িয়ে ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে হেসে একটা ফ্লাইং কিস ছুড়ে দেন। সেই ট্রেজারি বেঞ্চেই ছিলেন বিজেপির কয়েক জন মহিলা সাংসদ।
রাহুলের বাড়ির কাছেই স্কুটার উল্টে পড়লেন এক ব্যক্তি, গাড়ি থামিয়ে তাঁকে তুলতে গেলেন কংগ্রেস নেতা
এদিকে এই ব্যাপার যখন ঘটছে, সরকারের তরফে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তাঁর বক্তৃতা ততক্ষণে শুরু করে দিয়েছেন। তখনই তিনি তীব্র আক্রমণ শানান এই নিয়ে। এর পরে বিজেপির ওই মহিলা সাংসদরা দল বেঁধে স্পিকারের ঘরে গিয়ে দাবি করেন, কংগ্রেস নারীশক্তির কথা বললেও আসলে তাঁদের মনে মহিলাদের জন্য কোনও সম্মান নেই। দলের সাংসদের আচরণেই তার প্রমাণ মেলে।
রাহুলের আজকের চুমু নিয়ে অবশ্য কংগ্রেস আগে থেকেই আক্রমণ শানিয়ে রেখেছে। এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের একটি পুরনো ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে দেখা গেছে, ফ্লাইং কিস ছুড়ছেন তিনিও!
এদিন স্মৃতি মণিপুরের ইস্যুতেও রাহুলের বক্তব্যের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন। রাহুল যে বলেছেন, 'মণিপুরে বিজেপি ভারত মাতাকে হত্যা করেছে', সেই আক্রমণের জবাব দিতে গিয়ে স্মৃতি বলেন, 'ভারত মাতার হত্যার কথা বলে সংসদে বসে বসে টেবিল বাজিয়েছেন কংগ্রেসীরা। গোটা দেশ এটা দেখেছে। আপনারা ইন্ডিয়া নন, কারণ ইন্ডিয়া দুর্নীতিগ্রস্ত নয়। ইন্ডিয়া রাজবংশে নয়, যোগ্যতায় বিশ্বাস করে। আজকের দিনে আপনাদের মতো লোকদের জন্য সেটাই হলা উচিত যে ব্রিটিশদের বলা হয়েছিল - ভারত ছাড়ো। দুর্নীতি ভারত ছাড়ো, রাজবংশ ভারত ছাড়ো।'
পাশাপাশি কাশ্মীর ইস্যু এবং ৩৭০ ধারার বিষয়টিও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, 'রাহুল গান্ধী একটি যাত্রায় হেঁটেছেন বলে আজ সংসদে উল্লেখ করা হয়েছে। সেই যাত্রায় রাহুল আশ্বাস দিয়েছেন, ৩৭০ ধারা পুনঃস্থাপন করবেন। আমি তাঁকে বলতে চাই, দেশে ৩৭০ ধারা পুনঃস্থাপন করা হবে না এবং যাঁরা কাশ্মীরি পণ্ডিতদের হুমকি দিত, তাঁদেরও রেহাই দেওয়া হবে না। কাশ্মীরে আর ৩৭০ ধারা ফিরবে না।'