শেষ আপডেট: 24th September 2023 09:42
দ্য ওয়াল ব্যুরো: 'ক'দিন পর তোরা হয়তো আমাকে এখানে আর দেখতে পাবি না। '
চোখে-মুখে থমথেমে ভাব, ঠিক এভাবেই কথাটা বলেছিলেন নন্দিনীদি (smart didi Nandini)। ডালহৌসির অফিস পাড়ায় ফুটপাতে ভাতের হোটেল চালিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি। পরনে জিন্স-টপ, গলায় ঝোলানো ব্লুটুথ ইয়ারফোন, পরিপাটি করে বাঁধা চুল-এমন 'লুক'ই নাকি তাঁর ইউএসপি। ইউটিউবারদের কল্যাণে আর পাঁচজন ফুটপাতের দোকানদারের তুলনায় 'স্মার্ট দিদি' নন্দিনীর হোটেলে ভিড়ও অনেকটাই বেড়ে গিয়েছিল (Nandini di pice hotel)। সেই নন্দিনী যখন করুণ মুখে এক ইউটিউবারকে এমন কথা বলেছিলেন, তখন অনেকেই ধরে নিয়েছিল, ডালহৌসির ফুটপাতে আর বোধহয় খাবার সাজিয়ে বসতে দেখা যাবে না তাঁকে।
উড়িয়ে দিলেন নন্দিনী নিজেও। উল্টে সুখবর দিলেন। জানালেন, কলকাতাতেই পাইস হোটেলের শাখা খুলতে চলেছেন তিনি (Nandini di new branch)। কিন্তু তাহলে কি ডালহৌসির হোটেলের দেখা যাবে না তাঁকে? 'স্মার্ট দিদি' মমতা গঙ্গোপাধ্যায়ের জবাব, 'হুট করে চলে যাও বললেই তো আর চলে যাওয়া যায় না।' সেই সঙ্গে আরও জানালেন, ডালহৌসির ঠিকানা স্থায়ী ঠিকানা নয়, সেখানে তিনি ভাড়া নিয়ে কাজ করেন। তবে এবার নিজের নয়া ঠিকানা তৈরি করতে চাইছেন। রেস্তোরাঁ নয়, যে পাইস হোটেল তাঁকে আজকের নন্দিনীদি বানিয়েছে, সেই পাইস হোটেলই খুলতে চান তিনি। একটি উত্তর কলকাতায় এবং অন্যটি তাঁর বর্তমান ঠিকানা নিউ টাউনে।
কবে থেকে খাওয়া যাবে নন্দিনীদির পাইস হোটেলের নতুন শাখায়? দিনক্ষণ এখনও স্পষ্ট করেননি মমতা গঙ্গোপাধ্যায়। তবে তিনি জানিয়েছেন, যে ইউটিউবারদের মাধ্যমে নন্দিনী থেকে নন্দিনীদি হয়ে উঠেছেন, যাঁদের জন্য আরও শাখা খোলার মতো পুঁজি যোগাড় করে উঠতে পেরেছেন, দিনক্ষণ ঠিক হলে তাঁদেরই সবচেয়েই আগে জানাবেন তিনি।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, তিস্তায় হলুদ সতর্কতা, পাহাড়ি রাস্তা ভেঙে নদীতে পড়ল গাড়ি!