ঠিক কী বলেছেন মন্ত্রী?
রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া।
শেষ আপডেট: 1 July 2025 14:49
দ্য ওয়াল ব্যুরো: কসবায় ল' কলেজের (Kasba Inident) ছাত্রীকে গণধর্ষণের ঘটনার আবহে এবার নতুন করে বিতর্কে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuia)। মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 'ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব ওঠে।' যদিও তিনি নির্দিষ্টভাবে কোনও ঘটনার উল্লেখ করেননি, তবে সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছে, এই মন্তব্য কসবা কাণ্ডকেই ইঙ্গিত করছে।
সম্প্রতি কসবার ঘটনায় তৃণমূলের একাধিক নেতার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের বিতর্কিত মন্তব্যের জন্য শোকজ করেছে তৃণমূল। মদন মিত্র অবশ্য ইতিমধ্যে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন। এই পরিস্থিতিতে মানস ভুঁইয়ার বক্তব্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
ঠিক কী বলেছেন মন্ত্রী?
মানস ভুঁইয়া বলেন, 'পহেলগাঁও হামলার অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। বাংলায় ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব ওঠে। স্বামী স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করছে, স্ত্রী প্রেমিকের সঙ্গে পাহাড় থেকে স্বামীকে ঠেলে দিচ্ছে। আর আমাদের মুখ্যমন্ত্রী মাতৃস্নেহে প্রতিটি ঘটনা সামলাচ্ছেন। কে কী সমালোচনা করছেন, তা দেখার দরকার নেই।'
গত ২৫ জুন কসবার ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মনোজিৎ ওই কলেজের প্রাক্তন ছাত্র এবং তৃণমূলের ছাত্র নেতা। ধৃত অপর দুই অভিযুক্ত জাইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় কলেজের বর্তমান ছাত্র। ঘটনায় এক নিরাপত্তা রক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল অব্যাহত। বিরোধীরা তৃণমূলকে আক্রমণ করে বলছে, ক্ষমতার দম্ভেই এমন ঘটনা ঘটছে। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ বিরোধীদের।
তবে মানস ভুঁইয়ার মন্তব্য পরিস্থিতিকে আরও তীব্র করল বলে মত রাজনীতিক মহলের। এখন দেখার, তৃণমূল এই মন্তব্য নিয়ে কী অবস্থান নেয়।