শেষ আপডেট: 3rd March 2025 18:55
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে উদ্বোধন হতে চলেছে কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের ( Kalighat skywalk )। আগামী ১৪ এপ্রিল এর উদ্বোধন হবে। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন শিল্প সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্পায়নে গতি আনতে সেখান থেকে একটি বিশেষ পোর্টালের উদ্বোধনও করা হয়। ওই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন হবে।
একই সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়েও এদিন বিশেষ সতর্কবার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। গতমাসে উত্তরপ্রদেশের প্রয়াগ কাজে কুম্ভমেলায় অমৃতস্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল।
ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। যাঁরা গাড়ি নিয়ে যেতে চান তাঁদের বলব ২৮ এপ্রিল দুপুরের মধ্যে পৌঁছে যেতে হবে। কারণ, পরের দু'দিন মন্দির সংলগ্ন ৩ থেকে ৪ কিমি রাস্তার মধ্যে কোনও গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর কথায়, "আমি হাইপ করতে চায় না, যারা যেতে চান ২৮ তারিখের মধ্যে চলে যাবেন। আমি চাই না পদপিষ্ট হোক।"
২০২২ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল কালীঘাট স্কাইওয়াকের কাজ। তবে কালীঘাটের মতো ঘিঞ্জি এলাকায় মাটির নীচে থাকা ব্রিটিশ আমলের পাইপ লাইন, নিকাশির পাইপ অক্ষত রেখে সংস্কারের কাজ দ্রুত শেষ করা অসম্ভব ছিল।
ইতিমধ্যে নতুন সাজে সেজে উঠেছে কালীঘাট মন্দির। স্কাইওয়াকের কাজও শেষ। এবার উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।